TRENDING:

Bangla News: কীর্তিচাঁদ রায়ের জয়ের প্রতীক, বর্ধমানের রাজ আমলের ঐতিহ্য ও প্রতিশোধের গৌরবগাথা

Last Updated:

Bangla News: জলের তরে ভেসে গিয়েছে এগারোটি গেট,পরে আছে একটি।যা আজও বর্ধমানের রাজ আমলের ঐতিহ্য বহন করে চলেছে। এই গেটের পিছনের লুকিয়ে রয়েছে এক প্রতিশোধ ও জয়ের কাহিনি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: জলের তোরে ভেসে গিয়েছে এগারোটি গেট, পরে আছে একটি। যা আজও বর্ধমানের রাজ আমলের ঐতিহ্য বহন করে চলেছে। এই গেটের পিছনের লুকিয়ে রয়েছে এক প্রতিশোধ ও জয়ের কাহিনি। বর্ধমানের কাঞ্চনগড়ের বারোদুয়ারী গেট কার না জানা, কিন্তু জানেন কি এই ধরনের একটা নয় মোট ১২ টি গেট ছিল।
advertisement

আরও পড়ুনঃ ‘ড্রিঙ্কসের জন্য ২৪,০০০ টাকা দিয়েছি…’ মুম্বইয়ের এক ব্যক্তির সঙ্গে যা ঘটল! ডেটিং অ্যাপে বড় কেলেঙ্কারি

বর্ধমান শহরের কাঞ্চননগড়ে প্রধান রাস্তার উপরে বিরাজমান এই গেট,যার নাম বারো দুয়ারী গেট। যা আজও বর্ধমানের ঐতিহ্য বহন করে চলেছে। জানা যায়,কাঞ্চন নগরে ছিল কীর্তিচাঁদের প্রাসাদ সেই প্রাসাদের চারিদিকে মোট ১২ টি গেট তৈরি করেছিলেন তিনি। কিন্তু বর্ধমান শহরের সব থেকে নিচু এলাকায় কাঞ্চননগর। সেই সময় প্রায়ই দামোদরের জল কাঞ্চননগর এলাকায় ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হত। ফলে বন্যার ফলে পূর্ব দিকের গেটগুলি ধীরে ধীরে দামোদরের গর্ভে চলে যায়। বিংশ শতকে প্রথমদিকে একটি পুরোপুরি এবং একটি গেটের অর্ধাংশ অবশিষ্ট ছিল। যে গেটটি টিকে ছিল সেটি ১৯১৫ সালে রাজা বিজয় চাঁদ মেহতাব সংস্কার করেছিলেন।

advertisement

View More

ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, ১৭০০ সালে জমিদার জগতরাম রায়ের শাসন কালে মেদিনীপুরের চিতুয়াবরদার শাসক শোহা সিংহ তার ওপর উপর আক্রমণ করেন।আক্রমণের ফলে কিছু সময় চলে যেতে হয়।পরে ফিরে আসেন এবং একদিন কৃষ্ণসায়রে স্নান করার সময় জগতরাম রায়কে হত্যা করা হয়। জগতরাম রায়ের পুত্র কীর্তিচাঁদ রায় পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন,পরবর্তী সময়ে শোহা সিংহ মারা গেলেও তার ভাই হিম্মত সিংহকে হত্যা করেন কীর্তিচাঁদ।পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার আনন্দে বর্ধমানের কাঞ্চননগড়ের যে প্রাসাদ ছিল তার চারিদিকে দিকে ১২ টি গেট করা হয়।কিন্তু বর্তমানে একটি গেট রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল—দু’দু’টি সর্বোচ্চ সম্মানে সম্মানিত এগরার গর্ব শিক্ষক প্রণব কুমার
আরও দেখুন

কালের নিয়মে দামোদর নদে ১১টি গেট বিলীন হলেও, বারো দুয়ারী গেট আজও সগৌরবে দাঁড়িয়ে আছে কাঞ্চননগরে। যা বহন করে চলেছে বর্ধমানের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কীর্তিচাঁদ রায়ের জয়ের প্রতীক, বর্ধমানের রাজ আমলের ঐতিহ্য ও প্রতিশোধের গৌরবগাথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল