কাঁথি পৌর এলাকার খরগো চন্ডী শ্মশান ভূমিদূতির মামলায় তাঁকে গ্রেফতার করা হল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তৎকালীন কাউন্সিলর থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে শ্মশানের জমির উপর স্টল বানিয়ে বেআইনিভাবে বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন: দিঘা যাওয়ার রাস্তায় ভোররাতে কী মারাত্মক ঘটনা! পুড়ে মৃত্যু চালকের, কারণ শুনলে আঁতকে উঠবেন
advertisement
আরও পড়ুন: একসঙ্গে ৩২ তৃণমূল নেতার ইস্তফা! অভিষেকের জনসংযোগ যাত্রার মধ্যে বিরাট চাপে শাসক দল
গ্রেফতার করে মঙ্গলবার রাতে কাঁথি থানায় আনা হয়েছে। বুধবার তমলুক আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথি পৌর এলাকায় পথবাতি দুর্নীতি নিয়েও চাপে পড়েছিলেন ওই নেতা। কিন্তু এই শ্মশান দুর্নীতি জাবেদ আখতারের বিরুদ্ধে সবচেয়ে জরুরি মামলা বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে কাঁথিতে হইচই পড়ে গিয়েছে।