TRENDING:

Bangla News: বেহাল রাস্তায় প্রাণ গিয়েছে সহপাঠির,  রাস্তা সারাইয়ের জন্য পথে নেমে চাঁদা তুলছে পড়ুয়ারা

Last Updated:

Bangla News: রাস্তা সারায়ের জন্য পথ চলতি মানুষদের কাছে অর্থ সংগ্রহ করছে স্কুলের পড়ুয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দাসপুর: বেহাল রাস্তার কারণে প্রাণ গিয়েছে সহপাঠির। রাস্তা সারায়ের জন্য পথ চলতি মানুষদের কাছে অর্থ সংগ্রহ করছে স্কুলের পড়ুয়ারা (Bangla News)। তাদের দাবি বড় বড় অক্ষরে লেখা তাদের হাতের প্ল্যাকার্ডে, "আমাদের স্কুল যাওয়ার রাস্তা খুব খারাপ, সরকার উদাসীন, রাস্তা সারানোর জন্য মুক্ত হস্তে দান করুন'। দাসপুর দেখল বেহাল রাস্তায় দাঁড়িয়ে পড়ুয়াদের অভিনব প্রতিবাদ।
পথে নামলেন পড়ুয়ারা
পথে নামলেন পড়ুয়ারা
advertisement

প্রায়ই ঘটে দুর্ঘটনা (Bangla News)। তাই ছাত্রছাত্রীরাই সরকারী রাস্তা সারাইয়ের আবেদনে পথ চলতি মানুষের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমেছে দাসপুরে। তাদের একটাই বক্তব্য, "যা পারবেন দান করুন,হাত জোর করে আবেদন করছি আপনারা আর্থিক সাহায্য করুন। এই টাকাই আমরা দাসপুর ১ ব্লক প্রশাসনের কাছে তুলে দেব। তবেই দ্রুত এই রাস্তার মেরামত হবে। আমাদের বান্ধবীর মতো আর কোনও ছাত্রছাত্রী পথ চলতি মানুষকে খারাপ রাস্তার কারণে অকালে প্রাণ হারাতে হবে না।" এই আবেদন নিয়েই রবিবারের সকাল থেকেই দাসপুরের কল্মীজোড় এলাকায় পথে নামে এলাকার ছাত্রছাত্রীরা।

advertisement

আরও পড়ুন : স্বামী-স্ত্রীর ঝগড়া চরমে! প্রকাশ্যে আচমকা যা করে বসলেন স্ত্রী... শিউরে উঠল সবাই!

উল্লেখ্য গত ৯ মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে সকাল ১০টা নাগাদ দাসপুর ১ ব্লকের এই বেলতলা সরবেড়িয়ার (Bangla News) বেহাল রাস্তায় মেশিন ট্রলির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ব্রাহ্মনবসান উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেনী ছাত্রী নাতাশা পোড়িয়ার। মৃত্যুর জন্য বেহাল রাস্তাকেই দায়ী করে পথ অবরোধ করে স্থানীয়রা, দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর বিকেল ৫টা নাগাদ উঠেছিল অবরোধ।

advertisement

দিনের পর দিন কেটেছে। কল্মীজোড়ের নাতাশার চিতার আঁচে আজ উত্তপ্ত ছাত্র সমাজ। এলাকার আশপাশের সড়বেড়িয়া বি সি রায় উচ্চ বিদ্যালয়,ব্রাহ্মনবসান উচ্চবিদ্যালয়ের মতো একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরেই ওই বেহাল রাস্তার কল্মীজোড়ে তাই পথে নেমেছে, হাত পেতে অর্থ সংগ্রহ করছে। ওদের কাতর আবেদন পথ চলতি মানুষের কাছে, দয়া করে কয়েকটা টাকা দিন। খারাপ রাস্তায় পড়ে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচান। দাসপুর ১ ব্লক প্রশাসন থেকে শুরু করে মন্ত্রী শিউলি সাহা, এ রাস্তার বেহাল দশা সবারই গোচরে। তা সত্বেও হাল ফেরেনি রাস্তার।

advertisement

আরও পড়ুন : একমঞ্চে দিলীপ ঘোষ জুন মালিয়া! সরকারি অনুষ্ঠানে স্লোগান 'অস্বস্তি'...

ছাত্রছাত্রীদের এই অভিনব প্রতিবাদে মুগ্ধ স্থানীয়রা। তাঁরা জানাচ্ছেন দেখে কষ্ট লাগলেও নতুন প্রজন্ম যে পথে নেমে প্রতিবাদ করতে শিখে গিয়েছে এটাই আনন্দের। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি তথা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, "পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে বলব দ্রুত রাস্তার মেরামত করার জন্য। আর রাস্তা নিশ্চয়ই খারাপ যার জন্য বাচ্চারা রাস্তায় নেমেছে অর্থ সংগ্রহের জন্য।" তবে এইসঙ্গে কেউ বা কারা বাচ্চাদের রাস্তায় নামার এই ধরনের পরিকল্পনা দিয়েছে কিনা সেই প্রসঙ্গও তোলেন অজিত মাইতি। সেটিকে অতি 'নিন্দনীয়' বলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুকান্ত চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বেহাল রাস্তায় প্রাণ গিয়েছে সহপাঠির,  রাস্তা সারাইয়ের জন্য পথে নেমে চাঁদা তুলছে পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল