মৃত ছাত্রীর বয়স মাত্র ১৪। গ্রামডিহি কালিপদ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। বাড়ি হুগলি জেলায়। ভাতার থানার গ্রামডিহি গ্রামে মামা বাড়িতে সে থাকতো।
আরও পড়ুন: শীতের বাজারে ছেয়েছে ভেজাল গুড়, খাঁটি গুড় চিনবেন দেখে না গন্ধে? জানুন গুড় চেনার গূঢ় রহস্য
মৃত ছাত্রীর মা জানিয়েছেন, মোবাইলে ব্যস্ত থাকার জন্য গত শনিবার পড়াশোনা নিয়ে বর্ষাকে তিনি বকাবকি করেন। এরপরই সে বাড়িতে রাখা ইঁদুরমারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ইঁদুরমারার বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে সরাসরি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চলে আসেন পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে এই সার্টিফিকেট! অবশ্যই জানুন
সেখানে চিকিৎসা চলাকালীন সোমবার ভোররাত দুটো নাগাদ তার মৃত্যু হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে।
শরদিন্দু ঘোষ
