স্ত্রী কমলা পুরকাইতের দাবি, তাঁর একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত এদিন তাঁদের বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছেন। বাড়ির দক্ষিণ ২৪ পরগনার রায়চকে। হাতে দিয়ে গিয়েছেন মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই খেয়েই চলছে দিন গুজরান। তার মধ্যেই কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকেই চুরি গিয়েছে বৃদ্ধ দম্পতির।
advertisement
আরও পড়ুন: বালিগঞ্জের অভিজাত আবাসনের জানালা থেকে পড়ে মৃ*ত্যু আইনজীবীর, কীভাবে হল এমন? বাড়ছে রহস্য
তাই তাঁদের সম্বল বলতে শুধুমাত্র সহৃদয় ব্যক্তিদের দেওয়া খাবার। প্ল্যাটফর্মের রেল যাত্রীদের দাবি, অমানবিক সন্তানের যথোপযুক্ত শাস্তি আর অবশ্যই দম্পতিকে যাতে তাঁর নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন।
আরও পড়ুন: কলকাতা মেট্রোয় বড় পোস্টে চাকরির সুবর্ণ সুযোগ, কারা আবেদন করতে পারবেন? রইল বিশদে
এ প্রসঙ্গে এক রেল যাত্রী বলেন, ‘এমন ঘটনা যে ঘটতে পারে তা বিশ্বাসই করা যায় না। আজকের দিনে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, তা কল্পনার বাইরে। যে ছেলেকে বাবা-মা কোলে পিঠে করে মানুষ করে বড় করে সেই মাকে কীভাবে প্ল্যাটফর্মে ফেলে রেখে দিয়ে চলে যায় তা স্বপ্নের বাইরে। এই ধরনের সমস্যার অনেক ক্ষেত্রেই দেখা গেছে তবে সেটা কানে শুনেছি আজ তার চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম।’ এখন কবে এই সব থেকে মুক্তি পাবে এই বৃদ্ধ বাবা মা, সেটা সময়ের অপেক্ষা।
সুমন সাহা