আরও পড়ুনঃ কালাচাঁদে ‘N’ নেই, মদনমোহনে স্পেস নেই—তাতেই শুনানিতে ডাক! SIR হিয়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পর বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিল শাহীন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার কোনও সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই একটি মাঠে পেঁয়াজের ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হয়।
advertisement
স্থানীয়দের দাবি, শাহীন অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল এবং পড়াশোনায় মনোযোগী হওয়ায় এলাকায় ভাল ছাত্র হিসেবেই পরিচিত ছিল। এমন ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে ধন্দে পরিবার ও প্রতিবেশীরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই অনুমান করা হচ্ছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।
