আরও পড়ুনঃ ধেয়ে আসছে বৃষ্টি! দক্ষিণের চার জেলায় মুষলধারে ঝড়-জলের সতর্কতা! কী হবে কলকাতায়?
শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বাড়তি যোগ হয় ছোট ছোট ছোট গোলা কৃতির বরফ ! প্রায় কয়েক ঘণ্টার শিলাবৃষ্টিতে হুগলির গোঘাটের বিভিন্ন রাস্তাঘাট একেবারে সাদা বরফ আচ্ছন্ন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মানুষের মোবাইলে মোবাইলে। হঠাৎ শিলাবৃষ্টিতে একদিকে যেমন তীব্র গরমের হাত থেকে একটু রেহাই মিলেছে অন্যদিকে এই শিলাবৃষ্টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ চাষীদের কাছে।
advertisement
আরও পড়ুনঃ যতই খুব প্রিয় হোক, ভুলেও এঁরা মুখে তুলবেন না মুগ ডাল! বিপদের আর শেষ থাকবে না কিন্তু
রবিবারের শিলা বৃষ্টির জেরে মাঠ, রাস্তা ঘাট সাদা চাদরে মুড়ে যায়। হঠাৎ শিলা বৃষ্টি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্খা করছে কৃষকরা। এখনো কৃষকেরা মাঠ থেকে আলু তুলছে, আবার কোথাও কোথাও আলু তোলা বাকি আছে। কৃষকের দাবি ঋণ করে চাষ করেছে, এমনিতেই এবছর আলুর সেই রকম দাম নেই, অন্যদিকে ঝড় ও শিলা বৃষ্টির ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অকাল শিলা বৃষ্টির জেরে একপ্রকার আতঙ্কে চাষিরা।অন্যদিকে শিলা বৃষ্টির ফলে কোথাও কোথাও কাঁচা বাড়ির এডবেস্টারের চাল ভেঙে যায়। কয়েকদিন গুমোট গরম থেকে সস্তি ফিরলেও ঝড় সঙ্গে শিলা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি আশঙ্কা স্থানীয়দের।
রাহী হালদার