স্থানীয় টাওয়ার সংলগ্ন এলাকায় দু’জোড়া চটি পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে টাওয়ারের কর্মীর মনে। তিনি আশঙ্কা করেন, হয়তো টাওয়ারের উপরে সম্ভবত কোনও যুগল উঠেছেন। তিনি লাইট মেরে টাওয়ারের উপরে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও কিছু দেখতে পাননি।
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
advertisement
এরপরই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যেই স্থানীয়রা জড়ো হতে থাকেন টাওয়ারের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরও কারও হদিশ মেলেনি। পরে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকলকর্মীরাও টাওয়ারের উপরে উঠে তল্লাশি চালান, তবে কাউকে পাওয়া যায়নি। তবে নিচে দু’জোড়া চটি পড়ে থাকা নিয়ে রহস্য থেকেই গিয়েছে। অনেকেই মনে করছেন টাওয়ারের উপরে হয়তো কোনও প্রেমিক যুগল অসামাজিক কাজকর্ম করতেই উঠেছিল।
সুযোগ বুঝে তারা কোনও ফাঁকে টাওয়ার থেকে নেমে পালিয়েছে। টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর ধারণা, কেউ হয়তো চুরির উদ্দেশ্যে টাওয়ারে উঠেছিল, পরে ভয়ে পালিয়ে যায়। কারণ এর আগেও স্থানীয় অন্য একটি টাওয়ারে এই ধরনের ঘটনা ঘটেছিল যেখানে বেশ কিছু সামগ্রী খোয়া গিয়েছিল বলেও জানান তিনি। যদিও টাওয়ারে এই ঘটনার পর থেকেই পাহারা আরও কড়াকড়ি করা হয় টাওয়ার সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে।