আরও পড়ুনঃ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি অষ্টম শ্রেণীর পড়ুয়া, ৫ মিনিট দেওয়া হয় অক্সিজেন আর তারপর…!
আইআইটি খড়্গপুরের নেহেরু হলে (ডি-৪০৮ রুমে) ওই পড়ুয়া থাকতেন। এদিন রাতের খাবার খাওয়ার পর জ্বর-সর্দির ওষুধ খাওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বি.সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর-ও দেওয়া হয়। তবে, শেষ রক্ষা হয়নি! গত শুক্রবার (১৮ জুলাই)-ও আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মন্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। মাত্র চার দিনের মধ্যেই ফের দুর্ঘটনায় শোকস্তব্ধ অইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। এই নিয়ে চলতি বছরের প্রথম ৭ মাসেই ৫ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হল আইআইটি খড়্গপুর ক্যম্পাসে।
advertisement
তবে, প্রথম চারজনের মৃত্যুর ক্ষেত্রেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং আত্মহত্যার তত্ত্বই উঠে আসে। সোমবার রাতের ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “শ্বাসনালীতে ওষুধ আটকে আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আইআইটি ক্যাম্পাসে অবস্থিত হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা তথা সিপিআর দেওয়াও শুরু হয়। তবে চিকিৎসা চলাকালীনই ওই পড়ুয়ার মৃত্যু হয়। মঙ্গলবার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।”