তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশী এক বাসিন্দা শাহীন আলীকে ১০ হাজার ভারতীয় টাকা ও বাংলাদেশী টাকা এবং পাসপোর্ট আটক করা হয়। ধৃত দুই জনকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শুভদীপ সাহা নামে বনগাঁর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। শুভদীপের বাড়ি ও শেহবাজের বাড়িতে তল্লাশি করে আরও ২৭টি মোবাইল উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: রাজভবন আর নবান্নের সংঘাত আরও বাড়ছে, পঞ্চায়েত ভোট কবে? সংশয় বাড়ছে
গোপালনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এর আগে ৫ বার মোবাইল বাংলাদেশে পাচার করেছে শেহবাজ। বাংলাদেশের বাসিন্দা শাহীন আলী বনগাঁ শুভজিৎ সাহার বাড়িতে এসে থাকত।
বাগদার এসডিপিও স্পসা নিলাঙ্গী এদিন সাংবাদিক সম্মেলন করে জানান, এই তিন পাচারকারী বিভিন্ন এলাকার চোরাই মোবাইল বাংলাদেশে পাচার করবার কাজে যুক্ত। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করে দেখা দেখা হচ্ছে আরও অন্য কেউ যুক্ত আছে কিনা।