ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার সরোই গ্রামে। নাবালিকার পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যায় তাদের মেয়ে। কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে এসে কান্নাকাটি করে বাড়িতে সমস্ত কিছু বলে। ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকার পরিবার ও গ্রামবাসীরা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে এবং অভিযুক্ত শিক্ষককে মারধর করে।
advertisement
আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় নদীর নাম জানেন? যা ভাবছেন, তা কিন্তু নয়! সঠিক উত্তর জানেন মাত্র ১% মানুষ
পরে কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সেক মনোয়ার আলীকে গ্রেফতার করে কেশপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ‘শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, জেলে যদি…’, এ কী চেয়ে বসলেন পার্থ চট্টোপাধ্যায়!
অন্যদিকে ধর্ষিতা নাবালিকাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর আড়াইটা নাগাদ আনা হলেও রাত ৯টা পর্যন্ত তার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্য সহ নাবালিকার পরিবারের আইনজীবীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পকসো আইনে মামলা করে তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।