'শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, জেলে যদি...', এ কী চেয়ে বসলেন পার্থ চট্টোপাধ্যায়!

Last Updated:

Partha Chatterjee: এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। মাঝে বেশ কয়েকবার নানাররকম শারীরিক জটিলতা দেখা দিয়েছে বলে বারবারই প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর তরফে জামিনের আবেদন করেছেন তাঁর আইনজীবী। এবার আদালতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নজিরবিহীন দাবি করে বসলেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অধরা এখনও। একবছর হয়ে গিয়েছে এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। মাঝে বেশ কয়েকবার নানাররকম শারীরিক জটিলতা দেখা দিয়েছে বলে বারবারই প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর তরফে জামিনের আবেদন করেছেন তাঁর আইনজীবী। এবার আদালতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নজিরবিহীন দাবি করে বসলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে রীতিমতো অ্য়াসিস্ট্যান্ট চেয়ে এবার বিচারপতির কাছে আর্জি জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সওয়াল, ‘আমার শরীর ভাল যাচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট থাকলে ভাল হয়’। তাঁর কথায়, “দিনের পর দিন শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। জেলে যদি একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া যায়।” বিচারক উত্তরে বলেন, “সেটা জেল ম্যানেজমেন্ট ঠিক করবে।” এর পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আপনি বলে দিলে হয়ে যাবে ।”
advertisement
advertisement
পার্থ আরও যোগ করেন, “বাগ কমিটির রিপোর্ট দুই কোর্টই মেনেছে। এরা তা ফলো করছে না কেন…” যার প্রতিক্রিয়ায় বিচারক বলেন, “সেটা এখন বলে কী হবে।” নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৯ অগাস্ট পর্যন্ত পার্থকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
এদিকে আজ আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এদিন এসএসসি নিয়োগ মামলায় জানায়, নাকতলার বাড়িতে বসেই লিস্ট বা তালিকা তৈরি করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আলিপুর বিশেষ সিবিআই আদালতে আজ এমনই দাবি জানাল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, SSC নিয়োগ দুর্নীতিতে কাকে কাকে চাকরি দিতে হবে তার তালিকা তৈরি হয়েছিল খোদ পার্থ চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়ি থেকেই। তালিকায় চূড়ান্ত অনুমোদন দিতেন পার্থ চট্টোপাধ্যায় নিজে। আদালতে এই দাবি করল CBI। তাদের দাবি, অবাধে দুর্নীতি করতে নিজের পছন্দের লোকদের বিভিন্ন পদে বসিয়েছিলেন পার্থ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, জেলে যদি...', এ কী চেয়ে বসলেন পার্থ চট্টোপাধ্যায়!
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement