Indian Railways: ১ লিটার ইঞ্জিন অয়েলেই ছোটে বাইক! দৈত্যাকার ট্রেন ইঞ্জিনে কত তেল ঢালা হয় বলুন তো? চমকে যাবেন শুনলে!

Last Updated:
Indian Railways: যে কোনও বাইককে ভাল ভাবে চালাতে হলে তাতে নিয়মিত এক লিটার ইঞ্জিন অয়েল লাগাতে হয়। কিন্তু জানেন কি ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?
1/9
যে কোনও বাইককে ভাল ভাবে চালাতে হলে তাতে নিয়মিত এক লিটার ইঞ্জিন অয়েল লাগাতে হয়। কিন্তু জানেন কি ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?
যে কোনও বাইককে ভাল ভাবে চালাতে হলে তাতে নিয়মিত এক লিটার ইঞ্জিন অয়েল লাগাতে হয়। কিন্তু জানেন কি ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?
advertisement
2/9
আপনি নিশ্চই জানেন যে কোনও ইঞ্জিনকে মসৃণভাবে চালানোর জন্য তার তেল নিয়মিত পরিবর্তন করা প্রয়োজন। বাইকের ক্ষেত্রে পরিষেবার জন্য এটিতে এক লিটার ইঞ্জিন তেল দেওয়া হয়। প্রতীকী ছবি।
আপনি নিশ্চই জানেন যে কোনও ইঞ্জিনকে মসৃণভাবে চালানোর জন্য তার তেল নিয়মিত পরিবর্তন করা প্রয়োজন। বাইকের ক্ষেত্রে পরিষেবার জন্য এটিতে এক লিটার ইঞ্জিন তেল দেওয়া হয়। প্রতীকী ছবি।
advertisement
3/9
গাড়িতে এর পরিমাণ ২ থেকে ৫ লিটার। কিন্তু ট্রেনের দৈত্যাকার ইঞ্জিনকে নির্বিঘ্নে চালানোর জন্য তাতে কতটা ইঞ্জিন তেল দেওয়া হতে পারে? আপনি কি কখনও এই সম্পর্কে চিন্তা করেছেন? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি এই প্রতিবেদনে।
গাড়িতে এর পরিমাণ ২ থেকে ৫ লিটার। কিন্তু ট্রেনের দৈত্যাকার ইঞ্জিনকে নির্বিঘ্নে চালানোর জন্য তাতে কতটা ইঞ্জিন তেল দেওয়া হতে পারে? আপনি কি কখনও এই সম্পর্কে চিন্তা করেছেন? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি এই প্রতিবেদনে।
advertisement
4/9
অনেক ধরনের ট্রেন রয়েছে:  প্রথমেই জেনে রাখা ভাল, ট্রেন অনেক ক্যাটাগরির হয়। প্যাসেঞ্জার ট্রেন থেকে পণ্যবাহী ট্রেন। সেগুলোতে ওজন অনুযায়ী বিভিন্ন ইঞ্জিন বসানো হয়। এমতাবস্থায় যে ইঞ্জিনের ক্ষমতা সর্বাধিক, তাতে বেশি ইঞ্জিন অয়েল লাগাতে হবে।
অনেক ধরনের ট্রেন রয়েছে: প্রথমেই জেনে রাখা ভাল, ট্রেন অনেক ক্যাটাগরির হয়। প্যাসেঞ্জার ট্রেন থেকে পণ্যবাহী ট্রেন। সেগুলোতে ওজন অনুযায়ী বিভিন্ন ইঞ্জিন বসানো হয়। এমতাবস্থায় যে ইঞ্জিনের ক্ষমতা সর্বাধিক, তাতে বেশি ইঞ্জিন অয়েল লাগাতে হবে।
advertisement
5/9
ইঞ্জিনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়  বর্তমানে ভারতীয় রেলে WDs6, wdp 4, 4b, WDM 3 D, WDG3A, 4d এবং wdg 4 ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। ট্রেন চলাচলের আগে প্রতিদিনই তাদের ইঞ্জিন চেক করা হয়। এই সময়, তাদের ওয়্যারিং এবং ফুটো বিশেষভাবে পরীক্ষা করা হয়, যাতে কোনও ধরনের দুর্ঘটনার সম্ভাবনা দূর হয়।
ইঞ্জিনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় বর্তমানে ভারতীয় রেলে WDs6, wdp 4, 4b, WDM 3 D, WDG3A, 4d এবং wdg 4 ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। ট্রেন চলাচলের আগে প্রতিদিনই তাদের ইঞ্জিন চেক করা হয়। এই সময়, তাদের ওয়্যারিং এবং ফুটো বিশেষভাবে পরীক্ষা করা হয়, যাতে কোনও ধরনের দুর্ঘটনার সম্ভাবনা দূর হয়।
advertisement
6/9
গাড়ি ও বাইকের মতো, ট্রেনের ইঞ্জিনও নিয়মিত সার্ভিসিং করতে হয়। যার জন্য তাদের ওয়ার্কশপে পাঠানো হয়। এই সময়, ইঞ্জিন অয়েলের প্রতিটি অংশ পরীক্ষা করার পরে পরিবর্তন করা হয়।
গাড়ি ও বাইকের মতো, ট্রেনের ইঞ্জিনও নিয়মিত সার্ভিসিং করতে হয়। যার জন্য তাদের ওয়ার্কশপে পাঠানো হয়। এই সময়, ইঞ্জিন অয়েলের প্রতিটি অংশ পরীক্ষা করার পরে পরিবর্তন করা হয়।
advertisement
7/9
WDM 3 D এবং WDG3A শ্রেণীর ইঞ্জিনে প্রায় ১০৮০ লিটার ইঞ্জিন অয়েল ভরা হয়। সর্বনিম্ন ইঞ্জিন অয়েল WDs6 ঢেলে দেওয়া হয় ৫৩০ লিটার।
WDM 3 D এবং WDG3A শ্রেণীর ইঞ্জিনে প্রায় ১০৮০ লিটার ইঞ্জিন অয়েল ভরা হয়। সর্বনিম্ন ইঞ্জিন অয়েল WDs6 ঢেলে দেওয়া হয় ৫৩০ লিটার।
advertisement
8/9
তবে wdp 4, 4b, 4d এবং wdg 4 ইঞ্জিনগুলি শক্তির দিক থেকে বাকিদের থেকে এগিয়ে এবং বেশিরভাগই পণ্য ট্রেন টানতে ব্যবহৃত হয়।
তবে wdp 4, 4b, 4d এবং wdg 4 ইঞ্জিনগুলি শক্তির দিক থেকে বাকিদের থেকে এগিয়ে এবং বেশিরভাগই পণ্য ট্রেন টানতে ব্যবহৃত হয়।
advertisement
9/9
.শক্তি অনুসারে, একযোগে এগুলির মধ্যে ১৪৫৭ লিটার ইঞ্জিন তেল দেওয়া হয়। এরপর তাদের ইঞ্জিনগুলি কোনও সমস্যা ছাড়াই কাজ করে এবং ট্রেনটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়।
.শক্তি অনুসারে, একযোগে এগুলির মধ্যে ১৪৫৭ লিটার ইঞ্জিন তেল দেওয়া হয়। এরপর তাদের ইঞ্জিনগুলি কোনও সমস্যা ছাড়াই কাজ করে এবং ট্রেনটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়।
advertisement
advertisement
advertisement