TRENDING:

Bangla News: সর্বনাশ! জঙ্গলের মাঝে আকাশ থেকে এটা কী পড়ল! গোয়ালতোড়ের মাথায় হাত

Last Updated:

Bangla News: সোমবার বিকেল চারটে নাগাদ ঠিক এমন ঘটনাই ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অধীন সিওরবনীর জঙ্গলে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়ালতোড়: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ভেঙে পড়ল যুদ্ধ বিমানের একাংশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য। জঙ্গলের মাঝে হঠাৎই বিশাল শব্দ শুনতে পান এলাকাবাসী! অনেকেই আবার আকাশ থেকে বিশালাকায় কিছু পড়তে দেখেন। ছুটে গিয়ে তাঁরা দেখেন বিশাল একটা ধাতব বস্তু পড়ে আছে! অনেকটা প্লেনের কিছু অংশের মতো দেখতে। দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে।
advertisement

সোমবার বিকেল চারটে নাগাদ ঠিক এমন ঘটনাই ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অধীন সিওরবনীর জঙ্গলে! ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়েছে ওই ধাতব বস্তু আসলে যুদ্ধবিমানের একটি অংশ। খবর দেওয়া হয়েছে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশন বা সেনা বিমান ঘাঁটিতে।

আরও পড়ুন: ‘কাকুর’ রহস্যভেদ করবেন তিনিই? এমন কাকে ডাকল ইডি! তলব ঘিরে তুঙ্গে জল্পনা

advertisement

প্রসঙ্গত, সোমবার বিকেল নাগাদ সিওরবনীর জঙ্গলে পড়া সুবিশাল ওই ধাতব বস্তুটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর পৌঁছায় জেলা পুলিশ সুপারের কাছেও। তিনি বিকেল সাড়ে চারটে নাগাদ জানিয়েছেন, ওই ধাতব বস্তুটি মিগ-২৯ (Mig- 29) যুদ্ধবিমানের অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক হতে পারে। ছবি দেখে প্রাথমিকভাবে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনের তরফে এমনটাই জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ‘পালাচ্ছে…পালাচ্ছে’, দৌড়ে রাতের গোপালনগরে কাকে ধরল পুলিশ! অবশেষে শান্তি পেল এলাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোনো কারণে তা ভেঙে বা খুলে পড়ে যায়। তবে, তা লোকালয়ের মাঝে পড়লে যে বড়সড় বিপদ হতে পারত, তা বলাই বাহুল্য! ইতিমধ্যে, কলাইকুন্ডার আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সর্বনাশ! জঙ্গলের মাঝে আকাশ থেকে এটা কী পড়ল! গোয়ালতোড়ের মাথায় হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল