Bangla News: 'পালাচ্ছে...পালাচ্ছে', দৌড়ে রাতের গোপালনগরে কাকে ধরল পুলিশ! অবশেষে শান্তি পেল এলাকা

Last Updated:

Bangla News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চোরের নাম রাজু দাস (মহেন্দ্র দা), সে রানাঘাটের কুপার্স ক্যাম্প ৮ নম্বর ওয়ার্ড বাসিন্দা।

এ কী কাণ্ড! (প্রতীকী চিত্র)
এ কী কাণ্ড! (প্রতীকী চিত্র)
গোপালনগর: একের পর এক চুরি, পালানোর মুহূর্তে চোরকে তারা করে ধরল পুলিশ। গোপালনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল গোপালনগর থানার। চুরি ঠেকাতে এবং চোর ধরতে এলাকায় করা পাহাড়া বসিয়েছিল পুলিশ। তার পরও পুলিশের চোখে ধুলো দিয়ে গতকাল রাতে দুটো বাড়িতে চুরি করতে ঢোকে চোর। চুরি করে পালানোর সময় তাকে তাড়া করে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোরাই সামগ্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চোরের নাম রাজু দাস (মহেন্দ্র দা), সে রানাঘাটের কুপার্স ক্যাম্প ৮ নম্বর ওয়ার্ড বাসিন্দা। রবিবার রাতে আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ যখন পাহাড়ারত অবস্থায় ছিল, ঠিক সেই সময় আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে চুরি করে পালানোর চেষ্টা করে রাজু দাস। সেই সময় পুলিশ চোর রাজু দাসকে তাড়া করে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে আনুমানিক ২ লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা সহ নগদ ১৩৫০০ টাকা এবং চুরি করার কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত রাজু দাস পুলিশি জেরায় স্বীকার করেছে রবিবার সে তিনটি বাড়িতে চুরি করে এবং সম্প্রতিকালে গোপালনগর থানা এলাকা সহ সমগ্র বনগাঁ পুলিশ জেলা এলাকায় চুরির ঘটনা সে ঘটিয়েছে।
advertisement
এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস বলেন, “সাম্প্রতিককালে বনগাঁ থানা এবং গোপালনগর থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে গোপালনগর পুলিশের পক্ষ থেকে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়। গতকাল চুরির ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তড়িঘড়ি সেখানে ছুটে যায় এবং রাজু দাস নামে এক চোরকে পালানোর সময় ধরে ফেলে। ধৃতের কাছ থেকে আনুমানিক দুই লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা সহ নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং চুরি করার জন্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।” ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে গোপালনগর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'পালাচ্ছে...পালাচ্ছে', দৌড়ে রাতের গোপালনগরে কাকে ধরল পুলিশ! অবশেষে শান্তি পেল এলাকা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement