তিনি যেন এখন এক বিশেষ ব্যক্তিত্ব- সকলের প্রিয় ‘সোনা কাকা’। পুজোর দিনগুলিতে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সাধারণ দর্শনার্থীর মতো নন তিনি, গলায়, হাতে ঝলমল করছে মোটা সোনার চেন, আংটি ও নানা গয়না। কল্যাণগড় এলাকার বাজার সংলগ্ন রামকৃষ্ণ সেবা সমিতি এলাকায় দেখা যায়, সকল বয়সের মানুষের সঙ্গে সেলফি তুলছেন এই সোনায় মোড়া ব্যক্তি। তাঁর ঝলমলে উপস্থিতি ঘিরে তৈরি হয় ভিড়।
advertisement
আরও পড়ুন: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ! হৃদরোগ ঠেকাতে চিকিৎসক দেবী শেঠির জরুরি পরামর্শ জানুন
কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। অল্প সময়েই ভাইরাল হয়ে যান তিনি- সকলের মুখে মুখে তাঁর নতুন নাম, ‘সোনা কাকা’। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই সোনার গয়নার অনুরাগী। পুজোর আনন্দে তিনি প্রায় ৪০০ গ্রাম সোনা পরে বেরিয়েছিলেন দর্শনে। তাঁর নিজের কথায়, ‘অশোকনগর থানার নিরাপত্তা এতটাই ভাল যে নিশ্চিন্তে সোনার গয়না পরে মণ্ডপে মণ্ডপে ঘুরেছি।’
আরও পড়ুন: ইমরান হাশমির একমাত্র ছেলে বিরল ক্যানসার রোগে আক্রান্ত ছিল, এখন পুরোপুরি সুস্থ! দেখুন ছবি
স্থানীয় মহিলা ভক্তদের অনেকে জানিয়েছেন, এ বছরের নিরাপত্তা ব্যবস্থা এতই সুশৃঙ্খল ছিল যে ‘সোনা কাকা’-র মতো ব্যক্তি সোনায় মোড়া অবস্থাতেও বিনা ভয়ে আনন্দ উপভোগ করেছেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয়, ‘সোনা কাকা’ নামটি দিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নিজে। এরপর থেকেই তিনি হয়ে উঠেছেন অশোকনগর থানার নিরাপত্তা ব্যবস্থার এক প্রকার প্রতীক ও প্রচারের মুখ। পুজোর আনন্দে রঙ মিশিয়েই যেন এই সোনালি মানুষ এখন অশোকনগরের গর্ব – ঝলমলে গয়না, আত্মবিশ্বাস, আর শহরের নিরাপত্তায় ভরসা নিয়ে তিনি এখন সোশ্যাল মিডিয়ার তারকা ‘সোনা কাকা।





