সেখানকার বাসিন্দা ২৪ বছর বয়সি সুমন মণ্ডল কাজের সুবাদে রাজ্যের বাইরে থাকতেন, তবে এলাকারই কাঁকন দাসের মেয়েকে ভালবেসে বিয়ে করেন গত বৃহস্পতিবার। তবে দুই পরিবারের উপস্থিতিতে সমস্ত নিয়মকানুন মেনেই।
আরও পড়ুন: ডোবায় ভাসছে বস্তা, খুলতেই ভয়াবহ দৃশ্য! বাংলার পরিযায়ী শ্রমিকের টুকরো টুকরো দেহ উদ্ধার ওয়াসিগাঁওয়ে
কাঁকন দাস ও তাঁর ভাই কর্মসূত্রে বাইরে থাকার কারণে অষ্টমঙ্গলার নিয়ম রক্ষা করতে নবদম্পতি গিয়েছিল, তাঁদেরই নিকট আত্মীয় কোতোয়ালি থানার অন্তর্গত কানাইনগর এলাকার বাসিন্দা বাপি সরকারের বাড়িতে। আর সেখানেই স্বামী-স্ত্রীর হয়তো সামান্য কিছু মতান্তর হয়েছিল। আর তাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুমন, এমনটাই জানা যায় পরিবার সূত্র মারফত।
advertisement
তবে তৎক্ষণাৎ শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলেও এদিন ভোররাতে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ বর্তমানে ময়নাতদন্ত করিয়ে শান্তিপুর থানা থেকে শেষকৃত্য সম্পন্নের জন্য শান্তিপুর মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে সুমনের বাবা মাধব মণ্ডল মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি। তরতাজা যুবকের মৃত্যুতে শোকাহত দুই পরিবার-সহ সমগ্র বাগানিপাড়া এলাকা।
আরও পড়ুন: ফের সুপ্রিম কোর্টে বড় জয় SSC-র, ওএমআর শিট নিয়ে বিরাট সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে!
ভালবেসে বিয়ে করার পরেও এক রাতের মধ্যে কি এমন মনোমালিন্য হল যার জেরে বেঘোরে চলে যেতে হল তরতাজা ওই যুবককে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে অনেকেই। মৃত্যুর কারণ সম্পর্কে কেউই অবগত নন। প্রশ্ন করা হলে সঠিক ভাবে কারণ পরিবারের কোনও সদস্যরাই দিতে পারেননি। তবে যুবকের মৃত্যুতে শোকাহত পাড়া-প্রতিবেশী শুরু করে পরিবারসহ আত্মীয়-স্বজনেরাও।
Mainak Debnath