TRENDING:

মাত্র এক সপ্তাহ আগেই বিয়ে হল, অষ্টমঙ্গলায় গিয়ে সব শেষ! নতুন জামাই এ কী করল!

Last Updated:

Bangla News: তরতাজা যুবকের মৃ*ত্যুতে শোকাহত দুই পরিবার-সহ সমগ্র এলাকা। বিয়ের সাতদিনের মধ্যে কী এমন ঘটল, সব শেষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: মাত্র এক সপ্তাহের বিবাহ! অষ্টমঙ্গলায় গিয়ে ফিরল নতুন জামাইয়ের মৃতদেহ। মাত্র এক সপ্তাহের বিবাহ! শোকস্তব্ধ দুই পরিবার! অপ্রত্যাশিত এবং চাঞ্চল্যকর দুর্ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাগানিপাড়া এলাকায়।
অষ্টমঙ্গলে গিয়ে ফিরল বরের মৃতদেহ
অষ্টমঙ্গলে গিয়ে ফিরল বরের মৃতদেহ
advertisement

সেখানকার বাসিন্দা ২৪ বছর বয়সি সুমন মণ্ডল কাজের সুবাদে রাজ্যের বাইরে থাকতেন, তবে এলাকারই কাঁকন দাসের মেয়েকে ভালবেসে বিয়ে করেন গত বৃহস্পতিবার। তবে দুই পরিবারের উপস্থিতিতে সমস্ত নিয়মকানুন মেনেই।

আরও পড়ুন: ডোবায় ভাসছে বস্তা, খুলতেই ভয়াবহ দৃশ্য! বাংলার পরিযায়ী শ্রমিকের টুকরো টুকরো দেহ উদ্ধার ওয়াসিগাঁওয়ে

কাঁকন দাস ও তাঁর ভাই কর্মসূত্রে বাইরে থাকার কারণে অষ্টমঙ্গলার নিয়ম রক্ষা করতে নবদম্পতি গিয়েছিল, তাঁদেরই নিকট আত্মীয় কোতোয়ালি থানার অন্তর্গত কানাইনগর এলাকার বাসিন্দা বাপি সরকারের বাড়িতে। আর সেখানেই স্বামী-স্ত্রীর হয়তো সামান্য কিছু মতান্তর হয়েছিল। আর তাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুমন, এমনটাই জানা যায় পরিবার সূত্র মারফত।

advertisement

View More

তবে তৎক্ষণাৎ শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলেও এদিন ভোররাতে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ বর্তমানে ময়নাতদন্ত করিয়ে শান্তিপুর থানা থেকে শেষকৃত্য সম্পন্নের জন্য শান্তিপুর মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে সুমনের বাবা মাধব মণ্ডল মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি। তরতাজা যুবকের মৃত্যুতে শোকাহত দুই পরিবার-সহ সমগ্র বাগানিপাড়া এলাকা।

আরও পড়ুন: ফের সুপ্রিম কোর্টে বড় জয় SSC-র, ওএমআর শিট নিয়ে বিরাট সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে!

advertisement

ভালবেসে বিয়ে করার পরেও এক রাতের মধ্যে কি এমন মনোমালিন্য হল যার জেরে বেঘোরে চলে যেতে হল তরতাজা ওই যুবককে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে অনেকেই। মৃত্যুর কারণ সম্পর্কে কেউই অবগত নন। প্রশ্ন করা হলে সঠিক ভাবে কারণ পরিবারের কোনও সদস্যরাই দিতে পারেননি। তবে যুবকের মৃত্যুতে শোকাহত পাড়া-প্রতিবেশী শুরু করে পরিবারসহ আত্মীয়-স্বজনেরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মানুষ-হাতির সহাবস্থানের বার্তা! শিক্ষণীয় থিমে নজর কাড়ছে ঝাড়গ্রামের কালীপুজো
আরও দেখুন

Mainak Debnath 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র এক সপ্তাহ আগেই বিয়ে হল, অষ্টমঙ্গলায় গিয়ে সব শেষ! নতুন জামাই এ কী করল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল