জানা গিয়েছে, বাড়ি তৈরি করার জন্য রবিবার গাছ কাটা নিয়ে বিবাদ তৈরি হয়। কাকা সাজ্জাদ শেখের সঙ্গে বিবাদ তৈরি হয় ভাইপো সাবিরুল শেখের। অভিযোগ, সেই বিবাদের জেরেই রবিবার রাতে কাকার বাড়িতে ঢুকে, ভাইপো সাবিরুল শেখ দেশি পিস্তল দিয়ে তাঁকে গুলি করে। যার ফলে সাজ্জাদ শেখের মাথায় ও বাম হাতে আঘাত লাগে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় রবিবার রাতেই সাজ্জাদ শেখকে চিকিৎসার জন্য ভর্তি করেছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: লালবাগে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ ১৪ জন, কীভাবে এমন দুর্ঘটনা? দমকল যা বলল...
এই ঘটনার জেরে সাজ্জাদ শেখ মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার ভাইপো সাবিরুল শেখের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন এই মহিলা, কারণ শুনলে চমকে উঠবেন!
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাজ্জাদ শেখ তার বাড়ির পাশের একটি ঘর করবে বলে গাছ কাটছিল। আর সেই গাছ কাটায় বাধা দেয় ভাইপো বলে অভিযোগ। আর তার জেরেই এই গুলি চলে। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সাজ্জাদ শেখ। তবে সামান্য গাছ কাটা নিয়ে বিবাদের জেরে গুলির ঘটনায়, পুলিশ তদন্তের পাশাপাশি কোথা থেকে এই দেশি বন্দুক এল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী