এলাকার বাসিন্দা কাঞ্চন বাউরি জানান, “রবিবার দুপুরে এলাকারই তাঁতীপুকুরে স্নান করতে গিয়েছিলেন নিমাই বাউরি (৩৫)। প্রবল বর্ষার জলে পুকুরের জলস্তর বেড়ে যাওয়ায় স্নানের সময় হঠাৎই পুকুরে তলিয়ে যান তিনি। বিষয়টি আমারা জানতে পেরেই সঙ্গে সঙ্গে খবর দিই স্থানীয় রঘুনাথপুর থানায়। তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্সের একটি দল।’
advertisement
প্রায় ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার করা হয় নিমাইকে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাঁকে তড়িঘড়ি রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। রঘুনাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম নিমাই বাউরি (৩৫)। তাঁর বাড়ি মুন্সেফডাঙ্গা এলাকায়।
আরও পড়ুন: ‘যে কোনও পুরুষ অমন সুন্দরী পেলে আমাকে ছেড়ে ওকেই চাইবে, আমার স্বামীও তাই করেছেন’!
অন্যদিকে, নিমাইয়ের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে ও গোটা এলাকায়। স্থানীয়রা জানান, নিমাই খুবই শান্ত স্বভাবের এবং সকলের প্রিয় ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সম্পূর্ণ তদন্ত চলছে। অপরদিকে, অতিরিক্ত বর্ষায় পুকুরে স্নানের সময় আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।






