সূত্রের খবর কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে আহত ওই শিশুটিকে চিকিৎসা করানোর জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়ন করা হয়েছে পুলিশ। এ বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মণ্ডল জানান, গতকাল রাতে বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় এক শিশু আহত হওয়ার খবর আসে আমাদের কাছে। বোমা বিস্ফোরণ নাকি সিলিন্ডার বিস্ফোরণ সেই বিষয়ে এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে অবশ্য উদ্ধার হয়েছে সুতলি দড়ি। সম্পূর্ণ বিষয়ে আমরা খতিয়ে দেখছি।
