ভারত জেতার আনন্দে গঙ্গাস্নান করতে নেমেই ঘনিয়ে এল জীবনের চরম পরিণতি। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া আর কে স্ট্রিটের বাসিন্দা ছিলেন সৌরভ। বছর ৪০-এর ওই যুবক রেলের কর্মচারী ছিলেন। গতকাল বিশ্বকাপের ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ গভীর রাত পর্যন্ত দেখেন বন্ধুদের সঙ্গে, বন্ধুদের বাড়িতেই। ইংল্যান্ডকে পরাজিত করে ভারত ফাইনালে উঠেছে সেই আনন্দে ভোরবেলায় গঙ্গায় স্নান করতে যাবেন বলে ঠিক করেন।
advertisement
আরও পড়ুন: টানা বৃষ্টি চলছে-চলবে, উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা
ভোরে বন্ধুর সঙ্গে রামঘাটে গঙ্গায় স্নান করতে যান। তখনই জোয়ারের জলে তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরপাড়া থানার পুলিশ। পরে গঙ্গা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের কথায়, ভারত ইংল্যান্ড ম্যাচে ভারত যদি জয়লাভ করে তাহলে গঙ্গাস্নান করবে এমন পণ করেছিলেন ওই যুবক। সেই কারণেই ভোরবেলায় সকাল সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে গঙ্গায় জোয়ারের জলে স্নান করতে নেমেছিলেন।
আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন
জোয়ারের স্রোতের মধ্যে হঠাৎ-ই তলিয়ে যান সৌরভ। যুবকের প্রতিবেশী আশীষ ঘোষাল বলেন,সাঁতার জানতো না তা সত্ত্বেও গঙ্গাস্নান করতে নেমেছিল। ঘাট যথেষ্ট পিচ্ছিল। সাঁতার না জেনে গঙ্গাস্নান করতে নামা উচিত নয়। সচেতনতার অভাবেই বারবার এই ঘটনা ঘটছে। প্রসঙ্গত গত কয়েক মাসে উত্তরপাড়া গঙ্গার ঘাটগুলিতে পরপর ডুবে মৃত্যু। শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রাহী হালদার