আধকারিকদের দাবি কর্মীদের নিয়ে সারাবছর তাঁদের কাজ করতে হয়। বছরে এই একটি বার মনের মত বোনাস মিললে সারাবছর কর্মীদের কাজের উৎসাহ আরও বেড়ে যায়।
কোল ইন্ডিয়া লিমিটেডের আধিকারিক ও কয়লা খনির শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, এই বছর পুজোর বোনাস নিয়ে কর্মীদের মধ্যে নানান কৌতুহল ছিল। কর্মীদের দাবি ছিল লক্ষাধিক টাকা বোনাসের। শ্রমিক সংগঠন গুলি কর্মীদের স্বার্থে বোনাস বৃদ্ধির দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছে সরব হয়। কয়েক দফায় শ্রমিক সংগঠনের সাথে কর্তৃপক্ষের বৈঠক হয়। কোল ইন্ডিয়ার কলকাতা সদর দফতরে বৃহস্পতিবার দুই পক্ষের বৈঠক হয়। শ্রমিক সংগঠন ১ লক্ষ ২৫ হাজার টাকা বোনাসের দাবি করে।
advertisement
বোনাস নিয়ে রাতভর চলতে থাকে টানাপোড়েন। শেষমেশ কর্তৃপক্ষ ১ লক্ষ ৩ হাজার টাকা বোনাস ধার্য্য করেন। কোল ইন্ডিয়ায় কর্মরত প্রায় ২ লক্ষ ২০ হাজার কর্মী ওই বোনাস পাবেন। তার মধ্যে পশ্চিম বাংলায় প্রায় ৪৫ হাজার কর্মী এই বোনাস পেতে চলেছেন। আজ থেকেই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ।
কোল ইন্ডিয়ার আধিকারিক অর্পণ ঘোষ জানান, গত বছর কর্তৃপক্ষ ৯৩ হাজার ৭৫০ টাকা বোনাস দিয়েছিল। তবে এই বছর বোনাসের পরিমান এক লক্ষ টাকার নিচে থাকবে বলেই সকলে অনুমান করেছিলেন। কিন্তু সকলের ভাবনা চিন্তা ছাড়িয়ে রেকর্ড করা বোনাস মিলেছে। স্বাভাবিকভাবেই খুশি সকলেই।