জওয়ানরা চোরাকারবারীদের কবল থেকে ১৪০ টি বিরল প্রজাতির কচ্ছপকে উদ্ধার করেছে। চোরাকারবারীরা এসব কচ্ছপ ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।
আরও পড়ুন: সৌরভের বায়োপিকের বাজেট কত জানেন? জানালেন প্রযোজক! চমকে দেবে অঙ্ক
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা সাসডাঙ্গা গ্রামে দুই চোরাকারবারীর কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। এরপর জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে চ্যালেঞ্জ করে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীয় গ্রামের দিকে ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়।
advertisement
আরও পড়ুন: মাথানত করে ‘ক্ষমা’ চাইলেন মমতা! এগরাকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী, বিকাশের চোখে ‘নাটক’
এর পরে, জওয়ানরা আশেপাশের এলাকায় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালায়, যার ফলস্বরূপ জওয়ানরা ঘটনাস্থল থেকে দুটি ছোট ব্যাগ উদ্ধার করে যাতে ১৪০ টি কচ্ছপ রাখা ছিল। জওয়ানরা সঙ্গে সঙ্গে কচ্ছপগুলোকে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া সব কচ্ছপকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বন দফতর বনগাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।