বিএসএফ সূত্রে জানা যায় , এদিন গভীর রাতে সন্দেহজনকভাবে একটি চারচাকা গাড়ি সীমান্তের দিকে এগোচ্ছিল। সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের টহলরত জওয়ানরা গাড়িটি আটক করে তল্লাশি চালান। তল্লাশিতে বেরিয়ে আসে অবিশ্বাস্য তথ্য— গাড়ির তেলের ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ রুপোর গয়না। উদ্ধার হওয়া গয়নার ওজন প্রায় ২৭ কিলো ৩৭২ গ্রাম, বাজারমূল্য আনুমানিক ২৭ লক্ষ ৩৭ হাজার টাকা।
advertisement
জেরার মুখে ধৃত পাচারকারী স্বীকার করেছে , বাংলাদেশে পাচারের উদ্দেশে এই অভিনব কায়দায় গয়না বহন করছিল সে। ঘটনার পর উদ্ধার হওয়া গাড়ি, গয়না ও ধৃত পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় রুপো ও সোনা পাচারের বাড়বাড়ন্তের মধ্যে এই ঘটনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে বিএসএফ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 7:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: তেলের ট্যাঙ্কের ভিতরে এ কী! ভারত-বাংলাদেশের সীমান্তে ভয়ঙ্কর ঘটনা! দেখে চমকে উঠল BSF-ও