TRENDING:

Bangla News: দেখতে তো ট্যাবলেট, কিন্তু আসলে এগুলো কী জানেন! বাগদার ঘটনা গোটা বাংলার জন্য ভয়ের

Last Updated:

Bangla News: বিকল্প মাদক হিসেবে চাহিদা বাড়ছে এই ট্যাবলেটের, সীমান্তে বাড়ছে পাচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগদা: নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবার বিকল্প হিসেবে মাদকাসক্তদের কাছে গুরুত্ব লাভ করেছে ট্যাপেনটাডল ট্যাবলেট। ফলে সীমান্তে এই ওষুধের পাচার অবৈধভাবে করা হচ্ছে। বাংলাদেশে পাচারের আগে প্রায় সাড়ে চার লক্ষ টাকার অধিক ট্যাপেনটাডল ওষুধ উদ্ধার হওয়ার পরই বিষয়টি উঠে আসে। সীমান্ত পাচারের উদ্দেশেআনা ট্যাবলেট বাজেয়াপ্ত হলেও,পাচারকারীরা চম্পট দেয় বলে সীমান্ত রক্ষী বাহিনীরা জানান।
এই সেই ল্যাবলেট
এই সেই ল্যাবলেট
advertisement

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার জিতপুর সীমান্তে।

বিএসএফ সূত্রের খবর, রাত সাড়ে আটটা নাগদা একদল পাচারকারী দুটি ব্যগ হাতে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ জওয়ানরা আটকানোর চেষ্টা করে। পাচারকারীরা বিএসএফ কে দেখে ওই ব্যগ দুটি ফেলে অন্ধকারের মধ্যে গ্রামের মধ্যে লুকিয়ে পরে। পাচারকারীদের খোঁজে জওয়ানরা পুরো এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময়, ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়। যাতে ১৩০০ পাতা ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৮১টি ওষুধের কাগজ উদ্ধার করে।

advertisement

আরও পড়ুন: মুহূর্তে ফাঁকা বীরভূমের রাস্তাঘাট, কারণ জানলে ভয় পাবেন আপনিও! এ কী দিন এল!

যার আনুমানিক মূল্য প্রায় ৪,৪৮,৫০০ টাকা। ৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, উদ্ধার হওয়া জিনিস বাগদা থানার হাতে হস্তান্তর করা হয়। সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদা তৎপরতার সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করে। চোরাকারবারীরা প্রায়ই পাচারের চেষ্টা করে, যার মধ্যে কিছু চোরাকারবারী ধরাও পড়ছে। বিএসএফ কোনো অবস্থাতেই সীমান্ত পাচার রুখতে তৎপর।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট? বিরাট সিদ্ধান্ত CPIM-এর! জেলায় জেলায় গেল নির্দেশ

প্রসঙ্গত জানা যায়, ট্যাপেনটাডল দেখতে ইয়াবার মত। কিন্তু ইয়াবা নয়। এটি ব্যথা উপশমের ওষুধ। এই ট্যাবলেটই ব্যবহার হচ্ছে ইয়াবা বা হেরোইনের বিকল্প হিসেবে। গুড়ো করে তার সেবন করছেন মাদকাসক্তরা। ফলে অবৈধভাবে পাচার করে বাড়তি মুনাফা অর্জনের চেষ্টা চালাচ্ছেন পাচারকারীরা।

advertisement

---------Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দেখতে তো ট্যাবলেট, কিন্তু আসলে এগুলো কী জানেন! বাগদার ঘটনা গোটা বাংলার জন্য ভয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল