আরও পড়ুনঃ ট্র্যাডিশনাল না ফিউশান? দামই বা কত? বিজয়াতে পাল্লা ভারী কোন মিষ্টির জানালেন বিক্রেতারা
দশমীর দিন রাতে স্থানীয় পুজোমন্ডপের প্রতিমা বিসর্জনের জন্য তিনি গঙ্গার ঘাটে এসেছিলেন। সেখানে প্রতিমা বিসর্জন দেওয়ার পরেই জলের স্রোতে তলিয়ে যেতে থাকেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গঙ্গার জলে তলিয়ে যাওয়ার ঘটনাটি দেখতে পেয়ে সেখানে উপস্থিত পুলিশ কর্মিরা তাঁর দিকে দড়ি ছোড়েন। দড়ি ধরে কোন ক্রমে পাড়ে উঠে আসেন ওই ব্যক্তি। পুলিশ তাঁকে উদ্ধার করে তাঁর পরিবারে খবর দেয়। পরিবারের লোকজন ঘাটে আসেন।
advertisement
সৌমদীপ দাস নামের এক প্রতক্ষ্যদর্শী জানান, ‘বিসর্জনের পর আমরা ঘাটে বসে মোবাইলে গেম খেলছিলাম কিছুটা দূরে বসে। হঠাৎ দেখি গঙ্গায় স্রোত। পুলিশ কর্মীরা তাঁকে আটকানোর চেষ্টা করেন। এরপরেই উনি প্রায় জলে ডুবে যান। পুলিশ কর্মীদের তৎপর হয়ে তাঁর দিকে দড়ি ছুঁড়ে দিলে তিনি প্রাণে বেঁচে যান।’ প্রসঙ্গত জানা যায় মঙ্গলবার দুপুরে সুরকি ঘাটে রাজীব নায়েক(৪০) এবং তার ছেলে রুদ্র নায়েক (১০)স্নান করতে আসে।দীর্ঘক্ষণ বাড়ি না ফেরার কারণে বাড়ি থেকে তাঁর ফোনে ফোন করা হলে একজন অপরিচিত ব্যক্তি ফোনটা রিসিভ করেন। ওই ব্যক্তি রিসিভ করে জানান এখানে ফোন এবং জামা প্যান্ট আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। তারপর পরিবারের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে।এরপর খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। নিখোঁজের অভিযোগ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত স্নান করতে গিয়ে ডুবে গিয়ে থাকতে পারেন বাবা ও ছেলে।
রাহী হালদার