পুলিশ সূত্রে জানা গিয়েছে, সানির তিনটে বিয়ে। তৃতীয় পক্ষের স্ত্রী রাণী পাশি (২৭) অন্য পুরুষে আসক্ত ছিল বলে দাবি। এই সন্দেহের বশেই রাণীকে খুন করে বলে স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। রবিবার রাতে দু'জনে মদ্যপান করে। সেই সময় তাদের মধ্যে বচসা শুরু হয়। বেশ কিছুদিন ধরে রাণীকে সন্দেহ করছিল সানি। রানী অন্য পুরুষে আসক্ত, এই নিয়ে ঝগড়া বিবাদ চলছিল কয়েকদিন। তারপরে শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করে জঙ্গলে ফেলে দেয়। আজ পুলিশ সানিকে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সানি তার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে থাকে।
advertisement
আরও পড়ুন: দুমড়ে-মুচড়ে গিয়েছে টোটো! দলা পাকিয়ে গিয়েছে শরীর! বর্ধমানে মৃত্যুমিছিল
এ দিন পুলিশ সেখানে গিয়ে দেখে এঁটো বাসন এবং মদের বোতল ছড়ানো।দুটো কাঁচের গ্লাসও রয়েছে। সানির প্রথম পক্ষের মেয়ে জানায়, মা-কে সন্দেহ করত বাবা। পুলিশ যখন মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তখন কান্নায় ভেঙে পরে সানি। সানির দাবি, 'রাণীকে বোঝাচ্ছিলাম, মদের ঘোরে মেরে ফেলেছি, ওঁকে মারতে চাইনি।' পুলিশ সানিকে গ্রেফতার করেছে।