Bardhaman Major Accident|| দুমড়ে-মুচড়ে গিয়েছে টোটো! দলা পাকিয়ে গিয়েছে শরীর! বর্ধমানে মৃত্যুমিছিল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Dumper Toto major accident 5 killed: ভোর ৫টা নাগাদ বর্ধমানের পালিতপুরের একটি পরিবারের ৪ সদস্য টোটো করে মাছ ধরতে বর্ধমান থেকে গুসকরা অভিমুখে যাচ্ছিল। সেই সময় গুসকরা থেকে বর্ধমান অভিমুখী একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটোটিকে ধাক্কা মারে।
#বর্ধমান: বর্ধমানে ডাম্পার-টোটো সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। তাঁদের মধ্যে একই পরিবারে ৪ জন। মৃত্যু হয়েছে টোটো চালকেরও। সোমবার ঘটনাটি ঘটেছে বর্ধমান সিউড়ি এনএইচ ২বি-এর ঝিঙুটি মোড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠছেন গ্রামবাসীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর ৫টা নাগাদ বর্ধমানের পালিতপুরের একটি পরিবারের ৪ সদস্য টোটো করে মাছ ধরতে বর্ধমান থেকে গুসকরা অভিমুখে যাচ্ছিল। সেই সময় গুসকরা থেকে বর্ধমান অভিমুখী একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটোটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা দেহগুলি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়।
advertisement
আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের লাগাতার 'বিস্ফোরণ', সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! হাই কোর্টে বেনজির ঘটনা
মৃতদের নাম গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী সাঁতরা (৫৯),সীমা সাঁতরা (৪০),মামনী সাঁতরা (৩২) এবং টোটোচালক মইনউদ্দিন মিদ্যা (৩৬)। প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে। টোটোচালক মইনউদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায়।
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। রাস্তা খারাপ থাকায় দুর্ঘটনা ঘটে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এ দিন ডাম্পারটি দ্রুত গতিতে চলছিল। উল্টো দিক থেকে টোটো চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরই দুর্ঘটনাটি ঘটে।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 11:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Major Accident|| দুমড়ে-মুচড়ে গিয়েছে টোটো! দলা পাকিয়ে গিয়েছে শরীর! বর্ধমানে মৃত্যুমিছিল