কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হাসপাতালে নিয়ে আসে। এদিকে ওই নরকঙ্কালটি কীভাবে এই এলাকায় এল এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, ঠিক তখনই ওই নরকঙ্কাল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল। গতকাল রাতে ওই সাইকেল থেকেই শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায়ের পরিবার।
advertisement
তবে কঙ্কালটি অনিকেতেরই কিনা, সেটি এখনও স্পষ্ট জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় যে সাইকেলটি নিকটে ছিল, সাইকেলটি অনিকেতেরই বলে এদিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা। ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাসের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তাঁর নজরে আছে কঙ্কালের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়।
বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকে জল শুকনোর পরই উদ্ধার হয় ওই নরকঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার হওয়া ওই নরকঙ্কালটি কীভাবে ওই এলাকায় এল, এটি খুন নাকি অন্য কিছু সবেরই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার বর্ধমান পাঠায় কালনা থানার পুলিশ।
নবকুমার রায়