TRENDING:

Bangla News: উদ্ধার মাথার খুলি-পাঁজর, এটাই কি নিখোঁজ অনিকেতের দেহ? কালনায় বিরাট চাঞ্চল্য

Last Updated:

Bangla News: নরকঙ্কালটি কীভাবে এই এলাকায় এল এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, ঠিক তখনই ওই নর কঙ্কাল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান: কালনায় কঙ্কাল উদ্ধার। কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কাল বিভিন্ন অংশ উদ্ধারে চাঞ্চল্য। সোমবার সেই দেহের খণ্ডাংশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হাসপাতালে নিয়ে আসে। এদিকে ওই নরকঙ্কালটি কীভাবে এই এলাকায় এল এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, ঠিক তখনই ওই নরকঙ্কাল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল। গতকাল রাতে ওই সাইকেল থেকেই শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায়ের পরিবার।

advertisement

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার বিরাট মোড়! হাইকোর্টে পেশ ‘অযোগ্য’দের তালিকা! দুর্নীতিতে জোর সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

তবে কঙ্কালটি অনিকেতেরই কিনা, সেটি এখনও স্পষ্ট জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় যে সাইকেলটি নিকটে ছিল, সাইকেলটি অনিকেতেরই বলে এদিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা। ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাসের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তাঁর নজরে আছে কঙ্কালের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়।

advertisement

আরও পড়ুন: জোড়া নিম্নচাপের খেল, কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার মন খারাপ করা আপডেট

বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকে জল শুকনোর পরই উদ্ধার হয় ওই নরকঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার হওয়া ওই নরকঙ্কালটি কীভাবে ওই এলাকায় এল, এটি খুন নাকি অন্য কিছু সবেরই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার বর্ধমান পাঠায় কালনা থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবকুমার রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: উদ্ধার মাথার খুলি-পাঁজর, এটাই কি নিখোঁজ অনিকেতের দেহ? কালনায় বিরাট চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল