আরও পড়ুন: ভাতের পাতে লেবু চিপে খান? এতে শরীরে কী হচ্ছে জানুন
পরীক্ষার আগে শনিবার পরিবারের সঙ্গে ওই ছাত্র পুজো দিতে তারকেশ্বর গিয়েছিল। বিকেল পাঁচটা নাগাদ হুগলি জেলার শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে পরিবারের সঙ্গেই স্নান করতে নামে বছর ১৮ এর সুদীপ কুমার সরদার। হঠাৎ করে তলিয়ে যায় সে। শনিবার সন্ধ্যা থেকে খোঁজাখুঁজি করলেও ঘটনার পরে প্রায় এক দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি তার। ডুবুরি ও স্পিড বোটের মাধ্যমে এখনও তল্লাশি চলছে এমনটাই জানিয়েছে ছাত্রের পরিবার। (Bangla News)
advertisement
আরও পড়ুন: 'আমিই একমাত্র BJP-র বিরুদ্ধে লড়তে পারি', দিল্লিকে দুষে পুলিশের পাশে মমতা
সুদীপের জীবনে ইচ্ছা ছিল বড় হয়ে দেশের হয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু সেই ইচ্ছা আর হয়তো আর পূরণ হবে না এমনটাই জানিয়েছেন তার মামা। ছোটবেলা থেকেই পারিবারিক কিছু অশান্তির জেরে মায়ের সঙ্গে মামাবাড়িতে থাকতেন এই পড়ুয়া। মছলন্দপুর এলাকায় রাজবল্লভপুর হাই স্কুল থেকে এ বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। খুব সুন্দর ছবি আঁকত সে, এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিল এমনটাই জানাচ্ছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা।