TRENDING:

Bangla News: উচ্চমাধ্যমিকের আগে পুজো দিয়ে গঙ্গাস্নান, জল থেকে আর উঠলই না সুদীপ!

Last Updated:

পরীক্ষার আগে শনিবার পরিবারের সঙ্গে ওই ছাত্র পুজো দিতে তারকেশ্বর গিয়েছিল। (Bangla News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শেওড়াফুলি: তারকেশ্বর যাওয়ার পথে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (Bangla News)। ঘটনার পরে কুড়ি ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খুঁজে পাওয়া যায়নি ছাত্রকে। ঘটনার জেরে উৎকণ্ঠায় পরিবার ও পরিজনেরা। মছলন্দপুরের শাদপুর এলাকার বাসিন্দা ওই ছাত্র পরিবারের সঙ্গে তারকেশ্বরে যাওয়ার পথে গঙ্গায় স্নান করতে নামে। গঙ্গায় নামার পরই তলিয়ে যায় উচ্চমাধ্যমিকের ওই ছাত্র। এখনো নিখোঁজ সেই ছাত্র। (Bangla News)
Bangla News (প্রতীকী ছবি)
Bangla News (প্রতীকী ছবি)
advertisement

আরও পড়ুন: ভাতের পাতে লেবু চিপে খান? এতে শরীরে কী হচ্ছে জানুন

পরীক্ষার আগে শনিবার পরিবারের সঙ্গে ওই ছাত্র পুজো দিতে তারকেশ্বর গিয়েছিল। বিকেল পাঁচটা নাগাদ হুগলি জেলার শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে পরিবারের সঙ্গেই স্নান করতে নামে বছর ১৮ এর সুদীপ কুমার সরদার। হঠাৎ করে তলিয়ে যায় সে। শনিবার সন্ধ্যা থেকে খোঁজাখুঁজি করলেও ঘটনার পরে প্রায় এক দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি তার। ডুবুরি ও স্পিড বোটের মাধ্যমে এখনও তল্লাশি চলছে এমনটাই জানিয়েছে ছাত্রের পরিবার। (Bangla News)

advertisement

আরও পড়ুন: 'আমিই একমাত্র BJP-র বিরুদ্ধে লড়তে পারি', দিল্লিকে দুষে পুলিশের পাশে মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুদীপের জীবনে ইচ্ছা ছিল বড় হয়ে দেশের হয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু সেই ইচ্ছা আর হয়তো আর পূরণ হবে না এমনটাই জানিয়েছেন তার মামা। ছোটবেলা থেকেই পারিবারিক কিছু অশান্তির জেরে মায়ের সঙ্গে মামাবাড়িতে থাকতেন এই পড়ুয়া। মছলন্দপুর এলাকায় রাজবল্লভপুর হাই স্কুল থেকে এ বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। খুব সুন্দর ছবি আঁকত সে, এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিল এমনটাই জানাচ্ছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: উচ্চমাধ্যমিকের আগে পুজো দিয়ে গঙ্গাস্নান, জল থেকে আর উঠলই না সুদীপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল