পূর্ব বর্ধমান শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ে মিড- ডে মিলের রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। (Gas Cylinder Blast) এলাকাবাসীদের তৎপরতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের বের করে বাইরে আনা হয় । পাশাপাশি, এলাকার যুবকেরা বালি, জল এবং অগ্নি নির্বাপক গ্যাস দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান।
advertisement
আরও পড়ুন: ছাত্রীর ভ্যাকসিন নেওয়া হাতে মেরে রক্তপাতের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে!
কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এরপর দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইজ্ঞিন আসে। কিন্তু, তার আগেই সম্পূর্ণ আগুন নিভে গিয়েছিল বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: সাপের গায়ে বড় বড় লোম, বিরল বিষধর উদ্ধার ঘিরে তুমুল শোরগোল! দেখুন ভিডিও
ঘটনায় কোন হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছান ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পামেলা চ্যাটার্জী। তিনি জানান, গ্যাসের পাইপ লিক থাকার কারণে হয়তো এরকম ঘটনা ঘটেছে। তবে কোন বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি। এলাকার যুবকরাই পরিস্থিতি সামলে দেয়। সদর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে কি ভাবে আগুন লেগেছে ।