TRENDING:

Bangla News: মস্তিষ্কের টিউমার সারাতে এবার সরকারী হাসপাতালে ‘গামা-রে’ চিকিৎসা

Last Updated:

Bangla News: বাংলার সরকারী স্নায়ু চিকিৎসা ক্ষেত্রেও শুরু হবে ‘গামা-রে’ চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। বেসরকারি ক্ষেত্রে এই চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা। গামা রশ্মি ব‌্যবহার করে নষ্ট করা হবে মস্তিষ্কের ভেতরের টিউমারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বাংলার সরকারী স্নায়ু চিকিৎসা ক্ষেত্রেও শুরু হবে ‘গামা-রে’ চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। বেসরকারি ক্ষেত্রে এই চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা। গামা রশ্মি ব‌্যবহার করে নষ্ট করা হবে মস্তিষ্কের ভেতরের টিউমারকে। সূত্রের খবর, পূর্ব ভারতে প্রথম বাংলাতেই সরকারী ক্ষেত্রে শুরু হবে এই ‘গামা-রে’ ট্রিটমেন্ট। বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে অত‌্যাধুনিক এই চিকিৎসা শুরু হওয়ার খবর দিয়েছেন রাজ্যের স্বাস্থ‌্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স
বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স
advertisement

আরও পড়ুন: বাথরুমের মেঝেতে শেওলা? বিনামূল‍্যে ১ মিনিটে ঝাঁ চকচকে বাথরুমের টাইলস! ৩ হোম রেমেডিতে কাজ হাসিল

পয়লা বৈশাখের দিন মল্লিক বাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সের ষোলো বছর পূর্তিতে রাজ্যের স্বাস্থ্য সচিব এই কথা জানান। পয়লা বৈশাখের দিন বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে অত‌্যাধুনিক এই চিকিৎসা শুরু হওয়ার খবর দিয়েছেন রাজে‌্যর স্বাস্থ‌্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এদিন ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সের ষোলো বছর পূর্তিতে মল্লিকবাজারের এই বেসরকারী হাসপাতালে হাজির হয়েছিলেন বাংলার স্বাস্থ‌্যসচিব। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নেতৃত্বে বাংলার স্বাস্থ‌্য ব‌্যবস্থা কোথায় পৌঁছেছে তার খতিয়ান দেন তিনি।

advertisement

‘‘ত্রিশ বছর আগে মস্তিষ্কের জটিল কোনও অসুখ মানেই পরিবারের লোক ভেবে নিত মৃত‌্যু অবধারিত। এখন সে দিন অতীত। এখন বাংলায় অত‌্যাধুনিক মস্তিষ্কের চিকিৎসা মিলছে।’’ জানিয়েছেন নারায়ণ স্বরূপ নিগম।

প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে বিশ্বজুড়ে। এই ধরণের খাবারে নুনের পরিমাণ মারাত্মক বেশি। পাল্লা দিয়ে বাড়ছে ব্রেন স্ট্রোকের ঝুঁকিও। সমীক্ষা দিয়ে স্বাস্থ‌্য সচিব এদিন জানিয়েছেন, ফি বছর বাংলায় দেড় লক্ষ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। আগে তারা চিকিৎসা পেতেন না। এখন প্রান্তিক এলাকার মানুষদেরও চিকিৎসা হচ্ছে স্নায়ু বিশেষজ্ঞদের হাতে। চাপ বাড়ছে রোগীর। সেবিষয়টি মাথায় রেখে এন্টালি কনভেন্ট রোডে ২০০ বেডের নতুন একটি স্নায়ু হাসপাতাল গড়ে তুলছে রাজ‌্য সরকার।

advertisement

নতুন ক‌্যাম্পাস খুলছে ইন্সিটিউট অফ নিউরো সায়েন্সও।

আরও পড়ুন: জাস্ট ৭ দিন! এক চামচ ‘এই’ মশলা ভেজানো জল খান, বাই বলুন হাজার রোগকে! থাকুন ‘বিন্দাস’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উত্তর ২৪ পরগণায় ৮০ একর জমির ওপর গড়ে উঠছে স্নায়ুতীর্থ। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দে‌্যাপাধ‌্যায় গতবছর তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নির্মাণশিল্পের নামজাদা এক সংস্থা যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করছে হাসপাতাল। এই ৮০ একর জমিতে থাকবে ৬০৫ বেডের হাসপাতাল, থাকবে ১৫০ আসনের মেডিক‌্যাল কলেজ। ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সের কর্ণধার আরপি সেনগুপ্ত জানিয়েছেন, নতুন এই হাসপাতালে স্বাস্থ‌্যসাথী কার্ডের সমস্ত সুবিধা মিলবে। এখানে থাকবে জৈব গবেষণা কেন্দ্র, স্পোর্টস মেডিসিন নিয়ে গবেষণার ক্ষেত্র। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ, কলকাতা বিশ্ববিদ‌্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ মহারাজ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মস্তিষ্কের টিউমার সারাতে এবার সরকারী হাসপাতালে ‘গামা-রে’ চিকিৎসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল