উত্তর চব্বিশ পরগনার গুমা বাজার থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির টিয়া পাখি সমেত একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে বন দফতর সূত্রে। গুমা হাট থেকে বিরল প্রজাতির পাখিগুলিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সঙ্গীকে নিয়ে দিঘা যাওয়ার প্ল্যান? এই কাগজটা না থাকলে হোটেল পাবেন না! বড় খবর জেনে নিন
advertisement
জানা গিয়েছে, ওই ব্যক্তি বাপি মজুমদারের বাড়ি হাবরা থানা এলাকার হাট থুবায়। মূলত পাখিগুলিকে বিক্রি করার উদ্দেশ্যেই হাটে নিয়ে আসেন তিনি। এর আগেও এই বাপি মজুমদার পাখি বিক্রির অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়েছেন বলেও জানা যায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: টলতে টলতে গাড়িতে উঠছে শাহরুখের বড় ছেলে, মদ্যপ আরিয়ানের এই ভিডিও এখন সংবাদ শিরোনামে! দেখুন
প্রায় দশটি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার হয়েছে। কোথা থেকে কীভাবে এই পাখিগুলি নিয়ে আসা হচ্ছে বা কীভাবে কারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকেরা। ফলে এ ধরনের পাখি কেনা বা খাঁচায় পোষার আগে সতর্ক হওয়ার আবেদন জানাচ্ছেন তাঁরা। না হলেই পড়তে হতে পারে ঝামেলায়।
Rudra Narayan Roy