সাধক বামাক্ষ্যাপার জন্য খ্যাতির চূড়ায় পৌঁছেছে এই তারাপীঠ। বিশেষত তারাপীঠ মন্দিরে এই গরমের ছুটিতে হাজার হাজার পর্যটক এবং ভক্তদের আনাগোনা লেগে থাকে। তবে এই বছর বৈশাখ মাসে প্রথম থেকেই তীব্র দাবদাহ শুরু হয়েছে বীরভূমে। দুপুর ১১’টার পর আর কেউ তেমন বাড়ির বাইরে বের হতে চাইছেন না।
advertisement
আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মূলত এই গরমেও তারাপীঠে ভিড় থাকে। তবে এই বছর অন্যান্য বছর তুলনায় অনেকটাই দাবদাহ বেশী। ফলে বেড়াতে গেলে এসি হোটেল থাকা ছাড়া একেবারেই অসম্ভব। অনেকেই মনে করছেন এই গরমে তারাপীঠ এলে হোটেলের এসি রুমের ভাড়া অনেকটাই বেশি হবে। সেই কারণে অনেকেই আসতে চাইছেন না।
তবে জানেন কী আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল! তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, এ বছর এত গরম হওয়ার কারণে আগত পর্যটকদের কথা মাথায় রেখে প্রায় প্রত্যেকটি হোটেলে এসি রুমে 30% করে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের জন্য বেশ কিছু নতুনত্ব সুবিধা নিয়ে এসেছে হোটেল কর্তৃপক্ষ। দু-তিন দিন ধরে অতিরিক্ত গরমের কারণে তারাপীঠে পর্যটক অনেকটাই কম থাকলেও আগামী দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলে পর্যটকদের সংখ্যা আগের মতো হবে।
এ দিকে তারাপীঠ মন্দির কমিটির সেক্রেটারি তারাময় মুখোপাধ্যায় জানান, অতিরিক্ত গরমের জন্য বেশ কয়েকদিন থেকে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম রয়েছে। তারাপীঠে পর্যটকদের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। গোটা মন্দির চত্বরে ত্রিপল টানানোর পাশাপাশি পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসার ব্যবস্থা করছেন তারাপীঠ মন্দির কমিটি।
সৌভিক রায়