TRENDING:

Bangla News: নিয়মিত সাফাই অভিযান মুকুটমণিপুরে, সহযোগিতা দরকার পর্যটকদেরও!

Last Updated:

Bangla News: দিনের বেলায় অল্প পরিসরে মুকুটমনিপুরে পর্যটকদের ভীড় বাড়লে সাফাই সম্ভব হয় না, তাই রাতে চলে সাফাই। ধারণ মানুষের প্রতি মহকুমা শাসক করলেন এক বিশেষ আরজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ছোট জায়গায় যখনই বাড়ে পর্যটকের মাত্রাতিরিক্ত ভিড় তখন সাফাই এর সুযোগ থাকে না, ফলে করতে হয় রাতে সাফাই। ফলত পর্যটকদের যত্র তত্র আবর্জনা ফেলার থেকে দূরে থাকতে হবে। নির্দিষ্ট জায়গায় ফেলতে আবর্জনা, তাহলে দিনের বেলাতে পিকনিক চলাকালীন যারা সাফাই এর কাজ করে তাদের পক্ষে সম্ভব হয় সেই আবর্জনাকে তুলে নিয়ে যেতে। বাঁকুড়ার মুকুটমণিপুর একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। হাজার হাজার মানুষ শীতকালে ভিড় জমান এই জায়গায়। কিন্তু তাঁরা যখন মনের আনন্দে পিকনিক করেন তখন তাঁরা মনের আনন্দে সেই আবর্জনাটাকে ছড়িয়ে দেন যত্রতত্র। আবার সেই আবর্জনাতেই ক্ষুন্ন হন অন্যান্য পর্যটকেরা, এমন ছবি ধরা পড়েছে বাঁকুড়ার মুকুটমণিপুরে। সাম্প্রতিক টুরিস্টদের তৈরি করা আবর্জনাতেই ক্ষুন্ন হয়েছেন টুরিস্টরা নিজেরাই।
নিয়মিত সাফাই অভিযান মুকুটমণিপুরে
নিয়মিত সাফাই অভিযান মুকুটমণিপুরে
advertisement

আরও পড়ুনঃ যদি টানা ৪৫দিন চিনি না খান তবে শরীরের কী হবে জানেন? সুগার তো কমবেই, আরও ২রোগ নির্মূল হবে

এদিকে খাতড়া মহকুমা প্রশাসন সূত্রে খবর প্রতিদিন রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যজ্ঞ চলে মুকুটমণিপুরে। “লক্ষ্মী দাস” নামক একটি এজেন্সিকে খাতড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে দায়িত্ব। পর্যটন মরশুম চলাকালীন পা ফেলার জায়গা থাকেনা সেই কারণে সন্ধ্যা সাতটা থেকে আটটার পর শুরু হয় মুকুটমণিপুর পরিষ্কার করার কাজ। খাতড়া মহকুমার মহকুমা শাসক শুভম মৌর্য বলেন, “মুকুটমণিপুর ছোট জায়গা ‘ক্যারিং ক্যাপাসিটি’ কম। সেই কারণে পর্যটন মরশুম চলাকালীন মানুষের বিরাট ভিড় থাকার ফলে আবর্জনা “ভিজিবল” হয়েছে। পা ফেলার জায়গা থাকে না সে কারণে দায়িত্বপ্রাপ্ত এজেন্সির দ্বারা রাত আটটা থেকে নটার পর পরিষ্কার করা হয় মুকুটমণিপুর।”

advertisement

মুকুটমণিপুরে কিছু কিছু পর্যটক পরিবার নিয়ে এসে দিনের বেলা আবর্জনা দেখে যথেষ্ট বিরক্ত হয়েছেন। প্লাস্টিক, চায়ের কাপ এবং খাবারের অবশিষ্টাংশ এবং খাবার থালা চারিদিকে ছড়িয়ে রয়েছে দেখে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে খাতড়ামহকুমা প্রশাসনের পক্ষ থেকে চলছে মুকুটমণিপুর পরিষ্কার রাখার প্রচেষ্টা সন্ধ্যে নামার পর।

View More

আরও পড়ুনঃ ঐশ্বর্য নন, জয়া-অমিতাভের বাড়ির এই বৌমাই সকলের চোখের মণি! সুন্দরী অভিনেত্রীর ঝুলিতে একগাদা হিট

advertisement

এই বিষয়ে খাত়ড়ার মহকুমা শাসক শুভ মৌর্য আরও বলেন যে, “সাধারণ মানুষের কাছে আমার একটি অনুরোধ রয়েছে। যারা মুকুটমণিপুর ঘুরতে আসছেন তাঁরা যদি একটু সচেতন হন তাহলে আমরা হাতে হাত মিলিয়ে মুকুটমণিপুরকে স্বচ্ছ করে তুলতে পারি। প্রশাসনিক দিক থেকে আমরা কোনওরকম কোনও ত্রুটি রাখব না। আমাদের পক্ষ থেকে সচেতনতার মাইকিংও চলছে। এবিষয়ে পরবর্তীকালে আরও পদক্ষেপ নেওয়া হবে।”

advertisement

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নিয়মিত সাফাই অভিযান মুকুটমণিপুরে, সহযোগিতা দরকার পর্যটকদেরও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল