সমীর রুদ্র, নদিয়া: নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে গ্রেফতার পাচারকারী, উদ্ধার কাশির সিরাপ। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে এক আন্তর্জাতিক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গীর শেখ। তার বাড়ি চাপড়ার বাদলাঙ্গী এলাকায়।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে স্কুটি চেপে পদ্মমালা থেকে হৃদয়পুরে ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। ওই এলাকা দিয়ে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ওই কাশির সিরাপ পাচারের উদ্দেশ্য ছিল তার।
গোপন সূত্রে খবর পেয়ে চাপড়ার-ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোরমালা এলাকায় পুলিশ তাকে আটক করে। তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। সোমবার অভিযুক্তকে কৃষ্ণনগর NDPS আদালতে তোলা হবে।
