আরও পড়ুনঃ শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জ্বলছে? এই কাজেই ঠোঁট থাকবে তুলোর মতো তুলতুলে!
রেলের পরামর্শদাতা কমিটির সদস্য আব্দুল মালেক পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএমের কাছে এ ব্যাপারে চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, ‘রাজ্যের অন্যতম ব্যস্ততম রেলওয়ে জংশন বর্ধমান। এই স্টেশনে সারাদিন যাত্রীদের তীব্র ভিড়ের সম্মুখীন হতে হয়। প্ল্যাটফর্ম ৪ এবং ৫-এ থাকা ফুট ওভারব্রিজগুলি বর্তমান যাত্রী চাপ সামলানোর পক্ষে যথেষ্ট নয়। আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি যে এই সেতুগুলিকে শক্তিশালী ও সম্প্রসারিত করা হোক এবং যাত্রী চলাচলের সুবিধার জন্য সমান্তরাল ওভারব্রিজগুলি নির্মাণ করা হোক।’
advertisement
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘অনেক এসকেলেটর বিকল হয়ে রয়েছে। সেগুলি মেরামত করে জরুরি ভিত্তিতে চালু করা দরকার। কারণ দীর্ঘ সময় ধরে ব্যবহার না করার ফলে যাত্রীদের যানজট এবং অসুবিধা আরও বেড়ে যায়। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিলে যাত্রী নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা সম্ভব হবে। শুধু তাই নয়, এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি আটকানো সম্ভব হবে।’
এদিন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র পক্ষ থেকে পদপিষ্ঠের ঘটনার প্রতিবাদে বর্ধমান স্টেশনে অবস্থান বিক্ষোভ হয়। পরে তারা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেয়। আইএনটিইউসি নেতা গৌরব সমাদ্দার বলেন, বার বার বর্ধমান স্টেশনে রেলের গাফিলতিতে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার পরেও রেল কর্তৃপক্ষের হুঁশ ফিরছে না।