Lionel Messi and Raju da: টানাটানির সংসারে সকাল হলেই পরোটা বিক্রি শুরু ট্রেনে, এখন ভাবছেন কী খাওয়াবেন মেসিকে

Last Updated:

Lionel Messi and Raju da: AI এবার সত্যি, কলকাতায় দেখা হচ্ছে মেসির সঙ্গে, পকেট পরোটা খ্যাত রাজু দা জানিয়ে দিলেন কী খাওয়াবেন

+
ভাইরাল

ভাইরাল রাজু-দার সঙ্গে মেসির ছবি

উত্তর ২৪ পরগনা: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা মেসির কলকাতা সফরে সকালের টিফিনে লিওনেল এর হাতে উঠবে রাজুদার পকেট পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি! ট্রোলারদের জবাব দিতে বিশেষ পরিকল্পনা আয়োজক শতদ্রু দত্তের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন বিষয়টি নিয়ে। ডিসেম্বরে ভারতে আসছেন মেসি। তার আগেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি এআই-তৈরি ছবি, যেখানে দেখা যায়—রাজুদা মেসির হাতে পরোটা ও তরকারি তুলে দিচ্ছেন। এই ছবি ঘিরে শুরু হয় ট্রোলিং।
কেউ মজা করে, কেউ ব্যঙ্গ করে পোস্ট করেন। তবে এই কটাক্ষ ভাল ভাবে নেননি শতদ্রু দত্ত। তাঁর বক্তব্য, রাজু পরোটা বিক্রি করে উপার্জন করেন—এতে লজ্জার কিছু নেই। বরং পরিশ্রম করে খাওয়াটাই গর্বের বিষয়। তাই ঠিক করেছি, যে ছবি দিয়ে ওঁকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, সেই দৃশ্যকেই বাস্তবে রূপ দেব। এই খবর রাজুদার কানে পৌঁছতেই যেন ঘুম উড়েছে তাঁর।
advertisement
advertisement
গুমার এই পরোটা বিক্রেতা এখন স্বপ্ন দেখছেন ফুটবলের ‘ভগবান’কে সামনে থেকে দেখার। রাজুর কথায়, মেসির পায়ে হাত দিয়ে প্রণাম করব। ওঁর জন্য পকেট পরোটা আর আনলিমিটেড তরকারির বন্দোবস্ত করব। শতদ্রু দত্তর উদ্যোগে খুশি রাজু, তাঁর মতে, আমার মতো খেটে খাওয়া মানুষকে যেভাবে উনি সম্মান দিয়েছেন, সেটা বড় বিষয়। গুমা কালীনগর পল্লিতে বাড়ি রাজুর।
advertisement
বাবা-মা-স্ত্রীকে নিয়ে টানাটানির সংসার। রোজ ভোরে গুমা থেকে ট্রেনের ভেন্ডার কম্পার্টমেন্টে চেপে বাড়িতে তৈরি পরোটা-তরকারি নিয়ে হাজির হন শিয়ালদা স্টেশনে। স্টেশনের বাইরে বিক্রি করেন। সঙ্গে থাকে ডিমসিদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তাঁর বলার ভঙ্গির জন্যই ভাইরাল রাজু। ইতিমধ্যেই নেটদুনিয়ায় রাজুর পাশে থাকার বার্তা দিয়েছেন অনেকেই। শতদ্রুর এই উদ্যোগে উচ্ছ্বসিত সাধারণ মানুষও। এখন প্রশ্ন একটাই- আসন্ন সফরে কি সত্যিই দেখা হবে মেসি ও রাজুদার! যদি হয়, তবে নিঃসন্দেহে সেটি হবে শীতের কলকাতার সবচেয়ে আবেগঘন দৃশ্যের অন্যতম ছবি।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lionel Messi and Raju da: টানাটানির সংসারে সকাল হলেই পরোটা বিক্রি শুরু ট্রেনে, এখন ভাবছেন কী খাওয়াবেন মেসিকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement