No Drone Over This Important Bridge: মহা গুরুত্বপূর্ণ এই ব্রিজে ভুলেও ড্রোন ওড়াবেন না, তাহলে কিন্তু মহা বিপদ, কড়া প্রশাসন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
No Drone Over This Important Bridge: এবার ড্রোন নিয়ে কড়া প্রশাসন, নামখানা ব্রিজে ওড়ালেই বিপদ
advertisement
1/6

নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার ড্রোন নিয়ে কড়া হল প্রশাসন। নামখানা ব্রিজে ড্রোন ওড়ালেই বিপদ হতে পারে। এ নিয়ে সকলকে সচেতন করেছে নামখানা থানা। নিয়ম না মানলেই এবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
সম্প্রতি ব্রিজে ড্রোন ওড়ানোর জন্য একজন ইউটিউবারকে সতর্ক করা হয়েছে। আসলে নামখানা ব্রিজ হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর অবস্থিত। এটি একটি আন্তর্জাতিক জলপথ।
advertisement
3/6
প্রচুর বাংলাদেশী জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করে। পাশেই রয়েছে নামখানা থানা। এই ব্রিজ দিয়েই যাতায়াত করা হয় বকখালিতে। ফলে গুরুত্বপূর্ণ এই ব্রিজে এবার ড্রোন ওড়ানোয় থাকছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
advertisement
4/6
ড্রোন ব্যবহারকারীর থাকতে হবে আনম্যানড এয়ার ক্রাফট অপারেটর পারমিট। নির্দিষ্ট নিয়ম মেনে এই আবেদন করতে হয়। এই পারমিট না নিয়েই অনেকেই যেখানে সেখানে ড্রোন ওড়াচ্ছেন। ফলে বিপদ হতে পারে।
advertisement
5/6
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, আবেদন যথাযথ হলে পাওয়া যাবে ড্রোন অ্যাকনলেজমেনট নাম্বার। এমনকি ড্রোন ব্যবহারকারীকে দেওয়া হবে ওনারশিপ অ্যাকনলেজমেনট নাম্বার। এইসব না থাকলে ড্রোন ব্যবহারকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায়।
advertisement
6/6
বর্তমানে বহু ব্যক্তি আছেন ড্রোন ব্যবহার করেন। কেউ ব্যবহার করেন নিছক মজা করার জন্য। কেউ ব্যবহার করেন আবার প্রফেশনাল অর্থাৎ নিজের কাজের জন্য। ফলে এবার ড্রোন নিয়ে সতর্ক থাকতে হবে সকলকে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
No Drone Over This Important Bridge: মহা গুরুত্বপূর্ণ এই ব্রিজে ভুলেও ড্রোন ওড়াবেন না, তাহলে কিন্তু মহা বিপদ, কড়া প্রশাসন