নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতে কল্যাণচক এলাকার ঘটনা। জানা গিয়েছে, শীতলপুরের কল্যানচক গ্রামের প্রাথমিক স্কুলের পিছনের পুকুরে বৃহস্পতিবার মৃতদেহটিকে ভাসতে দেখেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা নন্দকুমার থানায় খবর দিলে নন্দকুমার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রাত নামলেই ঘরে ঢুকে বিরক্ত করে, আলো নিভলেই ‘মৃত্যু’ শ্যামাপোকার! কী খায় এই পোকা? জানলে চমকে যাবেন
advertisement
পরে জানা যায় মৃত ব্যক্তির নাম বিকাশ বেরা, বয়স ৪৬ বছর। পেশায় বাস কর্মী বিকাশ গত ৩ দিন নিখোঁজ ছিলেন। তাঁর নাকে মুখে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
দুষ্কৃতীরা তাঁর স্বামীকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের স্ত্রীর। গোটা ঘটনায় নন্দকুমার জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সুজিত ভৌমিক