যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার এক নাবালাক কারোও বাড়িতে চুরি করেছে বলে অভিযোগ ওঠে এলাকায়। তারপরেই তাকে সেলুন দোকানে নিয়ে গিয়ে ন্যাড়া করা হয় বলেও অভিযোগ। তারপর তাকে মারধর করা হয়৷ বুধবার সকালে তার বাড়ির সামনেই মৃতদেহ উদ্ধার করে সবং থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: সংগঠনকে মজবুত করতে মরিয়া বঙ্গ পদ্ম শিবির, চব্বিশের আগে ২৯৪ কেন্দ্রে ‘হেডমাস্টার’ নিয়োগের ভাবনা
এই ঘটনার পর মৃত নাবালকের পরিবারের পক্ষ থেকে পিটিয়ে খুন করার অভিযোগ দায়ের করে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরো কয়েকজনের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই এলাকার তৃনমূল পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জনকে গ্রেফতার করে সবং থানার পুলিশ৷
আরও পড়ুন: যাদবপুরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! কারণ কী? বিশ্ববিদ্যালয় চত্বরে চমকে ওঠা ছবি
বৃহস্পতিবার দুপুরে তাদের তোলা হয় মেদিনীপুর আদালতে। অপরদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিষ হুদাইত বলেন, এই ঘটনা নিন্দনীয়, আইন আইনের পথে চলবে,অভিযোগ প্রমানিত হলে দল ওই পঞ্চায়েত সদস্যের পাশে দাঁড়াবে না।