বিজেপির অভিযোগ, ওই পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। এরপরেই বিজেপির জয়ী প্রার্থী সহ তার স্ত্রী ও ছেলেকে বেধারক মারধর করে। তারপরে এলাকায় শুরু করে ব্যাপক বোমাবাজি। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে ওই পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থী পুতুল দাস। তাদের অভিযোগ, প্রথমে বিজেপির কর্মীরা তাদের বাড়িতে এসে চড়াও হয়, এরপর তাকে বেধড়ক মারধর করে।
advertisement
আরও পড়ুন: মেয়ের জন্য গণনাকেন্দ্রে ঢুকতে গেলেন TMC বিধায়ক, তখনই যা ঘটল, আশ্চর্য না হয়ে পারবেন না
যদিও দুপক্ষেরই চারজন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সাংসদকে কাছে পেয়ে সমস্ত ঘটনা খুলে বলেন আহত বিজেপি কর্মীরা।
আরও পড়ুন: তিহাড়ে থাকা অনুব্রত-ম্যাজিক নাকি কাজলের কেরামতি? বীরভূম একমাত্র তৃণমূলেরই
যদিও ভোট পরবর্তী হিংসার বোমাবাজির ঘটনায় একজনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সকাল থেকেই ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। অন্যদিকে এলাকায় শান্তি-শৃঙ্খলা যাতে ফিরিয়ে আনা যায় সেদিকেই চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।
—— Mainak Debnath