TRENDING:

Bangla News: পুকুর পাড়ে ওটা কী! হঠাৎ প্রবল আওয়াজ, ছুটে এল পুলিশ! মুর্শিদাবাদে হাড়হিম কাণ্ড

Last Updated:

Bangla News: পুকুর পাড়ে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সামশেরগঞ্জ: পুকুর পাড়ে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। বুধবার সকালে সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়ায় একটি পুকুর পাড়ে হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। বিকট আওয়াজ শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কে বা কারা কী উদ্দেশ্যে পুকুর পাড়ে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামশেরাঞ্জ থানার পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসী আজমল সেখ বলেন, ”পঞ্চায়েত ভোট থেকেই আমাদের এলাকায় সন্ত্রাস চলছে। সেই কারণেই ওই পুকুরপাড়ে বোমা মজুত করে রাখা ছিল। আমরা চাই পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক।”

advertisement

অন্যদিকে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলের সদানন্দপুর মাঠ সংলগ্ন এলাকা থেকে পাঁচটি তাজা সকেট বোমা উদ্ধার করে হরিহরপাড়া থানার পুলিশ। বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিক্রিয় করার জন্য। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হলে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা কী উদ্দেশ্যে মাঠের মধ্যে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন: মান ডুবিয়ে দিল সিপিএম-এর জয়ী প্রার্থী, হাসিমুখ তৃণমূলের! আশা ছাড়ছে না বিজেপিও

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলের সদানন্দপুর মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় হরিহরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাঠের মধ্যে একটি ঝোঁপে মধ্যে থেকে পাচটি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হলে বোম স্কোয়াড কর্মীরা এসে। বোমাগুলি নিক্রিয় করে। কে বা কারা কি উদ্দেশ্যে মাঠের মধ্যে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন: কত মানুষ যান ছুটি কাটাতে, সেই মৌসুনী দ্বীপের কী ভয়াবহ অবস্থা! প্রবল চিন্তায় প্রশাসনও

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসী রেন্টু সেখ বলেন, বোমা উদ্ধারে আমরা খুব আতঙ্কে আছি। এই পাঠ দিয়েই আমরা কাজে যাই। যেকোনো সময় বিপদ ঘটে যেতে পারত। আমরা চাই পুলিশ তল্লাশি করে দেখুক এলাকায় আরও বোমা মজুত রয়েছে কিনা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: পুকুর পাড়ে ওটা কী! হঠাৎ প্রবল আওয়াজ, ছুটে এল পুলিশ! মুর্শিদাবাদে হাড়হিম কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল