CPIM: মান ডুবিয়ে দিল সিপিএম-এর জয়ী প্রার্থী, হাসিমুখ তৃণমূলের! আশা ছাড়ছে না বিজেপিও

Last Updated:

CPIM: সিপিআই(এম) পঞ্চায়েত সদস্যর দাবি, আগে পিছে কেউ নেই তাঁদের সঙ্গে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রকি চৌধূরী, বানারহাট: নবনির্বাচিত সিপিআইএম পঞ্চায়েত যোগ দিলেন তৃণমূলে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পঞ্চায়েত বোর্ড গঠনের তোড়জোড় শুরু শাসক দলের। ত্রিশঙ্কু বোর্ড গুলি নিজেদের দখলে আনতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। এবারে সিপিআই(এম)- এর পঞ্চায়েত ভাঙিয়ে তৃণমূলে যোগদান করাল রাজ্যের শাসক দল। বানারহাটের শালবাড়ি -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। একক ভাবেই পঞ্চায়েত বোর্ড গঠনে অনেকটাই এগিয়ে গেল তৃণমূল, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এখন নির্দল প্রার্থীদের দিকেই তাকিয়ে বিজেপি এবং তৃণমূল।
সিপিআই(এম) পঞ্চায়েত সদস্যর দাবি, আগে পিছে কেউ নেই তাঁদের সঙ্গে। সাপোর্ট করবে যে বামফ্রন্টের জেলা থেকে ব্লক পর্যন্ত কোনও বড় নেতা নেই। এমনই গুরুতর অভিযোগ তুলে হতাশ হয়ে তার অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বামফ্রন্টের জয়ী প্রার্থী ফাগু ওরাও। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই গ্রামের উন্নয়নের স্বার্থে তাঁর এই যোগদান।
advertisement
advertisement
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের সিপিআই (এম) জয়ী প্রার্থীকে তৃণমূলে যোগদান করিয়ে বোর্ড গঠনে আশার আলো দেখছেন তৃণমূল নেতৃত্ব। বাকি দুজন দ্রুত যোগদান করবে বলেই দাবি করেন বানারহাটের তৃণমূলের ব্লক সভাপতি সাগর গুরুং। শাসক নেতার দাবি অনুযায়ী, এক কথায় বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার কে এই বোর্ড গঠন করে।
advertisement
শালবাড়ি -১ নং গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭ । এবারে ত্রিশঙ্কু ফলাফল বিজেপি – ৬, তৃণমূল – ৬ কংগ্রেস – ২, সিপিআই(এম)- ১ অন্যান্য – ২ । সিপিআই(এম) পঞ্চায়েত যোগদান করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেড়ে হল ৭ জন। ম্যাজিক ফিগার ৯। দ্রুত আরও দুজনকে যোগদান করিয়ে বোর্ড গঠন করবে তৃণমূল, এমনটাই দাবি করেন তৃণমূল নেতা সাগর গুরুং।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
CPIM: মান ডুবিয়ে দিল সিপিএম-এর জয়ী প্রার্থী, হাসিমুখ তৃণমূলের! আশা ছাড়ছে না বিজেপিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement