আরও পড়ুন : DVC-র জলাধার সংস্কার প্রসঙ্গে কেন্দ্রের 'জবাবি চিঠি'! মিলে গেল মমতার অভিযোগ
পরে ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ ও বোম-স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। জনবহুল এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা এসে ড্রামভর্তি বোমাগুলি রেখে গিয়েছে তার তল্লাশি (Bangla News) শুরু করেছে পুলিশ। সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সত্তরপুর শীতলতলায়। জানা যায় বৃহস্পতিবার সকালে মাঠে যাওয়ার সময় গ্রামবাসীরা দুটি নাইলনের ব্যাগের মধ্যে সকেট বোমা দেখতে পায়। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বেলডাঙ্গা (Bomb and Fire Arms Recovered) থানার পুলিশ ও বোম স্কোয়াড-এর কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মাঠের মধ্যে কে বা কারা বোমাগুলো রেখে গেল। তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকবাসীদের মধ্যে।
advertisement
আরও পড়ুন : মাস্ক না পরলেও আর শাস্তি নয়! দেশের 'এই' রাজ্যে মিলেছে যাবতীয় বিধিনিষেধ থেকে মুক্তি
বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদেকপুর গ্রামে কবরস্থানের পাশে ৬টি বোমা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জেলাজুড়ে পুলিশি তৎপরতায় (Bangla News) শুরু হয়েছে বোমা ও অগ্নেয়াস্ত্র উদ্ধারের (Bomb and Fire Arms Recovered) কাজ। বৃহস্পতিবার বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলো মজুত রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র ১ পিস কার্তুজ সহ ১৮টি বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ, গ্রেফতার হয়েছে ৩ জন। ধৃত ওই ব্যক্তিদের নাম গোলাপ সেম, রোফজুল সেখ ও মফিজুদ্দিন সেখ। তারা প্রত্যেকে সামশেরগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রের জানা যায়, বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের তিন (Bangla News) পাকুড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত বাবুপুর এলাকায় একটি বাগান থেকে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই তিনজনকে বৃহস্পতিবার জঙ্গীপুর আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি ও একটি ধারালো অস্ত্র। ধৃতদের নাম তারফুল সেখ ও মতিবুর সেখ, বাড়ি কান্দি থানার হিজল নতুনগ্রাম। ধৃতদের বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়।