TRENDING:

Cheap Haat: বসিরহাটের ঘোষ বাড়িতে গরীবের হাট, কম দামে বাজারে স্বস্তি সাধারণ মানুষের

Last Updated:

Bangla News: চাল, ডাল, তেল, সবজি, কসমেটিক্স, পোশাক থেকে শুরু করে মাছ-মাংস—সবই রয়েছে এখানে। বিশেষ আকর্ষণ রবিবারের খাসির মাংস, যা বাজারে ৮৫০ টাকা হলেও এখানে ৫৯০ টাকা কেজি দরে বিক্রি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বসিরহাটের ঘোষ বাড়ি: গরীবের হাটে সস্তার বাজার, স্বস্তিতে সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাটে ঘোষ বাড়ির উদ্যোগে গড়ে ওঠা ‘গরীবের হাট’ আজ সাধারণ মানুষের কাছে ভরসার জায়গা। মাত্র দু’বছর আগে শুরু হওয়া এই হাটে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব সামগ্রীই বাজারদরের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়।
advertisement

চাল, ডাল, তেল, সবজি, কসমেটিক্স, পোশাক থেকে শুরু করে মাছ-মাংস—সবই রয়েছে এখানে। বিশেষ আকর্ষণ রবিবারের খাসির মাংস, যা বাজারে ৮৫০ টাকা হলেও এখানে ৫৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। সকলের সামনেই মাংস কাটার ফলে মান নিয়ে কোনও সন্দেহ নেই। বসিরহাট ও টাকি শহরের মাঝামাঝি অবস্থিত এই হাটের কারণে মধ্যমপুর স্টেশনে যাত্রীসংখ্যা বেড়েছে। টোটো চালকদের কর্মসংস্থান হয়েছে এবং এলাকায় অর্থনৈতিক চিত্র বদলেছে। গরীবের পাশাপাশি মধ্যবিত্ত ও সচ্ছল মানুষও এখন এখানে বাজার করতে আসছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসিরহাটের ঘোষ বাড়িতে গরীবের হাট, কম দামে বাজারে স্বস্তি সাধারণ মানুষের
আরও দেখুন

স্থানীয়দের দাবি, ঘোষ বাড়ির গরীবের হাট চালু হওয়ায় আশপাশের বাজারগুলিতেও নিত্যপণ্যের দামে নিয়ন্ত্রণ এসেছে। পাশাপাশি এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধে ২২–৫০ শতাংশ ছাড় দেওয়া হয়, যা দরিদ্র মানুষের কাছে বড় স্বস্তি। ঘোষ বাড়ির সদস্য প্রবীর ঘোষ জানান, “আমরা সরাসরি চাষিদের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করি, মাঝখানে কোনও দালাল নেই। তাই কম দামে বিক্রি সম্ভব হয়েছে।” ভবিষ্যতে এই হাটের পরিসর আরও বাড়ানো ও নতুন সামাজিক পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে ঘোষ বাড়ির গরীবের হাট এখন বসিরহাট–টাকি এলাকার মানুষের প্রিয় বাজার ও নতুন আকর্ষণ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cheap Haat: বসিরহাটের ঘোষ বাড়িতে গরীবের হাট, কম দামে বাজারে স্বস্তি সাধারণ মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল