অভিযোগ অনুযায়ী, বুধবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী হঠাৎই তার বাড়ির সামনে এসে চিৎকার শুরু করে। তারা দরজা খুলে দিতে জোরাজুরি করে। কিন্তু পরিবারের কেউ দরজা না খোলায় বাইরে থেকে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। দুষ্কৃতীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতেও থাকে বলে অভিযোগ। প্রায় অনেকক্ষণ ধরে তাণ্ডব চালানোর পর তারা এলাকা ছেড়ে চলে যায়। ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন গোবিন্দ ঘোষ ও তার পরিবার। আতঙ্ক ছড়িয়েছে আশপাশের প্রতিবেশীদের মধ্যেও। স্থানীয়দের দাবি, রাত নামলেই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে। মাঝেমধ্যেই চিৎকার-চেঁচামেচি, ইট-পাটকেল ছোঁড়া কিংবা ভাঙচুরের ঘটনা ঘটে। হঠাৎ শব্দে অনেকেই ভয়ে ঘর থেকে বেরোতে সাহস পান না।
advertisement
প্রবীণদের মতে, কয়েক মাস ধরেই এলাকায় এ ধরনের ঘটনার পরিমাণ বেড়েছে। বিশেষত ব্যবসায়ী ও স্বচ্ছল পরিবারগুলির দিকে দুষ্কৃতীরা বেশি নজর দিচ্ছে। এলাকার মানুষজনের বক্তব্য, অবিলম্বে দুষ্কৃতীদের পাকড়াও করে শাস্তির ব্যবস্থা করা না হলে আতঙ্কের পরিবেশ আরও বাড়বে। তারা চান প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব এগিয়ে এসে এলাকায় শান্তি ফিরিয়ে আনুক। গোবিন্দ ঘোষের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চান ভবিষ্যতে যেন আর কেউ এমন ঘটনার শিকার না হন। সবার নিরাপত্তার দাবিই এখন তাঁদের একমাত্র দাবি।