এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সাত সকালে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে মৃতদেহের খোঁজ যেমন শুরু করেছে পুলিশ, ঠিক তেমনই এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তারও তদন্ত শুরু করা হয়েছে।ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে আমরা পাটের জমির মধ্যে এই গলাকাটা অবস্থায় দেহ দেখতে পাই। আমরা এই ঘটনার জেরে আতঙ্কিত। আমরা পুলিশের কাছে দাবি রাখব সঠিকভাবে নিরপেক্ষ তদন্ত শুরু করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।"
advertisement
আরও পড়ুন: রোজ কলাপাতায় ভাত খান! উপকার জানলে চমকে যাবেন! মিলবে নানা-রোগে মুক্তি!
মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, "আমরা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছি। সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহ ময়নাতদন্তের পর সব কিছু বলা সম্ভব হবে।"
Koushik Adhikary