জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গাড়িঘাট এলাকায় এক কাপড়ের দোকান রয়েছে আলতাফ শেখের। অভিযোগ, এই কাপড়ের দোকানে তিন জন যুবক আসেন জামাকাপড় কিনতে। জামাকাপড় পছন্দ না হওয়ার কারণেই কিছুক্ষণ পরেই জামাকাপড় পরিবর্তন করতে গিয়ে বচসা তৈরি হয় দোকান মালিকের সঙ্গেই। তারপরে ফিরে যায় তিন যুবক এবং তারপরেই ঘটে বিপত্তি।
advertisement
আলতাফ শেখের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। দিনে দুপুরে দু’জন যুবককে দেখা যায় ধারালো অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় আলতাফ শেখ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: এসএসসি একাদশ-দ্বাদশে ইন্টারভিউতে ২০৫০০ জনের তালিকায় কতজন নতুন ও কতজন চাকরি বাতিল হওয়া প্রার্থী জানুন
আলতাফ শেখ জানান, তিন অল্প বয়সি যুবক জামাকাপড় কিনে নিয়ে যায় তাঁর দোকান থেকে। পরবর্তীতে জামাকাপড় পরিবর্তন করতে এলে কিছু বিষয় নিয়ে তার সঙ্গে বচসা তৈরি হয়। তারপরেই ফিরে যায় তিনজন। আধ ঘণ্টা পর মুখ ঢেকে ধারালো অস্ত্র নিয়ে তাঁর দোকানে ঢুকে পড়ে এবং তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এবং তারপরেই রাস্তা দিয়ে ধারালো অস্ত্র হাতে ছুটে পালিয়ে যাই দুই যুবক।
থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারা সম্ভব হয়নি এমনটাই জানিয়েছেন পুলিশ। অভিযুক্ত দুই যুবকের খোঁজ চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দিনে দুপুরে এই ধরনের ভয়াবহ ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।






