স্থানীয় সূত্রে জানা যায়, অজবনগর মধ্যপাড়ার এক যুবক পেশায় গাড়িচালক খোকন বড় দোলুই ২ মাস আগে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষের অভিযোগ যে এই ঘটনায় গ্রামেরই বেশ কয়েকজন মহিলা জড়িত ছিলেন। কারণ তাঁদের সঙ্গে খোকনের যোগাযোগ ছিল। সেই সময়ে এই ঘটনায় গ্রামের বেশকিছু মহিলাদের বাড়িতে চড়াও হয় মৃত খোকন বর দোলুইয়ের পরিবারের লোকজন। সেই সময় খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
আরও পড়ুন- চিকিৎসায় সাড়া দিচ্ছেন না নারায়ণ দেবনাথ! ভেন্টিলেশনে হাঁদা-ভোঁদা-র স্রষ্টা
কিন্তু সন্দেহের তালিকায় খোকনের পরিবারের লোকেরা রেখেছিল ওই গ্রামেরই এক মহিলা জেৎস্না বর দোলুইকে। সেই সময়ে জোৎস্না বাড়ির থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ। আর আজ সকাল নাগাদ জোৎস্না বাড়িতে ফিরলে জোৎস্নার বাড়িতে চড়াও হয় খোকনের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বেশ কিছু মহিলারা। তাঁরা প্রথমে জোৎস্নার বাড়িতে ভাঙচুর করে, তারপর জোৎস্নাকে বাড়ি থেকে টানতে টানতে বার করে এনে প্রকাশ্যে দিবালোকে তার মাথার চুল কেটে নেয়।
আরও পড়ুন- নাবালিকার মায়ের সঙ্গে প্রেম এবং যোগসাজস করে ধর্ষণ! গ্রেফতার মা ও ধর্ষক
যদিও এই ঘটনায় জোৎস্না ও তার পরিবারের লোকেরা দ্রুত ঘাটাল থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মহিলাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এমনকি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ।
Sukanta Chakraborty